জাতীয় ডেস্ক:
রাজধানীর ফার্মগেটে ছুরিকাঘাতে ট্রাফিক কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যার ঘটনায় তিন জন ছিনতাইকারী সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৩ জুলাই) দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশ কনস্টেবল হত্যায় সরাসরি জড়িত দুজনকে এরইমধ্যে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। মনিরুজ্জামানের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছিল তিন ছিনতাইকারী। বাধা দিলে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, ছিনতাইকারীরা সবাই ছিলেন মাদকাসক্ত। ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা প্রতিরাতে একত্রিত হতো। এর বাইরেও ঈদের সময় হওয়া আরও বেশ কয়েকটি ডাকাতি ও চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করার কথাও জানিয়েছে পুলিশ।
ড. খ. মহিদ উদ্দিন বলেন, ছিনতাইকারী গ্রেফতারে রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান চলছে। গত ৪৮ ঘণ্টায় ১৪৫ জন ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে।
১ জুলাই (শনিবার) ভোরে ফার্মগেট এলাকায় পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার। এ সময় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা মনিরের সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই মারা যান মনিরুজ্জামান।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে থানা পুলিশের পাশাপাশি মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম। ২ জুলাই (রোববার) ডিবি পুলিশ চার জনকে গ্রেফতারের তথ্য জানায় যাদের মধ্যে একজন হত্যায় সরাসরি জড়িত থাকার দায় স্বীকার করেছে।