কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রবিন মিয়া (২২) নামের এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন।
সে উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের সাইফুল মিয়ার ছেলে।
আজ মঙ্গলবার কিশোরগঞ্জ- ভৈরব মহাসড়কের কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাড়িঁর সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার সকালে কটিয়াদী স্বর্নিভর মাছের আড়তে যাচ্ছিলেন রবিন। এ সময় কটিয়াদী পৌছালে অপর দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সাথে সাথে ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক । সংবাদ পেয়ে কটিয়াদী হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাত মর্গে প্রেরন করেন।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আবদুল ছোবহান ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, সড়ক দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যায় চালক। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
s
