কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কটিয়াদীতে নাতির জন্য কেক আনতে গিয়ে আলাল উদ্দিন (৬০), নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় মারা গেছেন। নিহত আলাল উদ্দিন উপজেলার আচমিতা ইউনিয়নের উত্তর পাইকশা গ্রামের মৃত আব্দুস ছমেদের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় উত্তর পাইকশা গ্রামে এ ঘটনা ঘটে। এ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জজ মিয়া (৩০), নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নাতির কান্না থামাতে বাড়ির পাশে চান মিয়ার মুদি দোকান থেকে কেক কিনে বাড়িতে আসার সময় জজ মিয়ার বাড়ির সামনে যাওয়া মাত্র জজ মিয়া বাঁশ দিয়ে আলাল উদ্দিনের মাথায় কয়েকটি আঘাত করে।
তখন তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর জজ মিয়া পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
কটিয়াদী মডেল থানা সূত্রে জানা যায়, লাশের ময়নাতদন্তের জন্য আজ শনিবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনায় জড়িত জজ মিয়া নামের যুবককে আটক করা হয়েছে।
s