ট্রিপল মার্ডারের ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদে লোমহর্ষক তথ্য দিয়েছে কিশোরগঞ্জের কটিয়াদীর নিহত আসাদ মিয়ার ছোট ভাই দ্বীন ইসলাম। ঘুমন্ত অবস্থায় বড় ভাই আসাদ মিয়া (৫৫), তার স্ত্রী পারভীন আক্তার (৪৫) ও তাদের শিশুপুত্র লিয়ন (১২) কে দ্বীন ইসলাম (৩৮) একাই হত্যা করেছে। পরে একাই তিনজনের লাশ একটি গর্ত খুঁড়ে মাটিচাপা দিয়েছে।
কটিয়াদী মডেল থানার ওসি এম.এ জলিল সাংবাদিকদের বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে দ্বীন ইসলাম তার ভাই, ভাবি ও ভাতিজা হত্যকাণ্ডের দায় স্বীকার করেছে। ছোট ভাই দ্বীন ইসলাম একাই তাদের হত্যা করেছে। শাবল দিয়ে তাদের মেরে ঘরের পেছনে গর্ত খুঁড়ে লাশ টেনে নিয়ে সেই গর্তে প্রথমে ভাইয়ের লাশ, তারপর ভাবির লাশ ও সর্বশেষ ভাতিজার লাশ রেখে মাটিচাপা দেয়। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টা থেকে ২টার দিকে সে এই ট্রিপল মার্ডারের ঘটনা ঘটিয়েছে। জমি জমা নিয়ে বিরোধের জের ধরে ভাই, ভাবি ও ভাতিজাকে সে হত্যা করেছে বলেও দ্বীন ইসলাম জানিয়েছে। তবে এ ঘটনায় আটক অপর তিনজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত তিন জনেরই মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।