হোম রাজনীতি কক্সবাজারে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার গাড়ি ভাঙচুর

রাজনীতি ডেস্ক:

কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের ঈগল প্রতীকের প্রচারণার গাড়ি ভাঙচুর চালানো হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে রামু বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যারিস্টার মিজান সাঈদ জানান, নিয়মিত প্রচারণার অংশ হিসেবে অটোরিকশাটি রামু বাইপাস এলাকায় পৌঁছালে নৌকা প্রতীকের সমর্থকরা শ্লোগান দিয়ে গাড়িটি ভাঙচুর চালায়। এ সময় গাড়িতে প্রচারণায় থাকা এক কর্মীকে মারধর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানায় অভিযোগ করা হয়েছে।

রামু ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি আবু তাহের দেওয়ান জানান, ঘটনার খবর পেয়ে রামু উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ধরনের একটি ঘটনা ঘটেছে। কারা করেছে নিশ্চিত হওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন