হোম জাতীয় কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক খুন

জাতীয় ডেস্ক :

কক্সবাজারের বালুখালী ক্যাম্পে কুপিয়ে ও গুলি করে শাহাবুদ্দিন মাঝি (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে বালুখালী ক্যাম্প ১২ এর এইচ ১৪ ব্লকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ধারাল দা ও ছোরাসহ দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্প ১২ এর এইচ ১৪ ব্লকে শাহাবুদ্দিন মাঝির বসতঘরের পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন দুর্বৃত্ত। এ সময় তারা শাহাবুদ্দিনের পেটের ওপর ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায় এবংপেটের মাঝ বরাবর গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছে শাহাবুদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শেখ মোহাম্মদ আলী আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন