খেলাধূলা ডেস্ক :
ওয়াসিম আকরামের মৃতপ্রায় ওয়ানডে ক্রিকেটকে বাঁচাতে এবার এক অভিনব প্রস্তাব দিলেন ভারতের সাবেক কোচ এবং ক্রিকেটার রবি শাস্ত্রী। আইসিসি ইভেন্ট ছাড়া, সকল দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করে দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ব্রিটিশ মিডিয়া স্কাই টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে, শাস্ত্রী বলেন, এতে ওয়ানডে ক্রিকেট যেমন তার আবেদন হারাবে না, তেমনি জৌলুস ফিরে পাবে বিশ্বকাপের মতো ইভেন্টও। এতে টেস্ট ক্রিকেটের প্রতি তরুণদের আগ্রহ বাড়বে বলেও মনে করেন তিনি। প্রয়োজনে আইসিসির দুই স্তরের টেস্ট আয়োজনের ভাবনাটা নতুন করে সামনে আনার পক্ষে রবি শাস্ত্রী।
বেন স্টোকসের অবসরের পর থেকেই নড়েচড়ে বসেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেটাররা মেশিন নয়, তাই সব ফরম্যাটে এত ক্রিকেট খেলার শারীরিক এবং মানসিক ক্ষমতা খেলোয়াড়দের নেই বলে যে মন্তব্য করেছেন ইংলিশ টেস্ট অধিনায়ক, তা নতুন করে ভাবনায় ফেলেছে সবাইকে। এরপর থেকেই ওয়ানডে ক্রিকেটের পেছনে লেগেছেন ওয়াসিম আকরামের মতো কিংবদন্তিরা। টি-টোয়েন্টির এ যুগে, ক্রিকেটারদের ফিট রাখতে হলে এবং টেস্ট ক্রিকেটকে বাঁচাতে ওয়ানডে বন্ধ করে দেয়ার মতো আসছে চারদিক থেকে। ওয়াসিমের সঙ্গে যেখানে যোগ দিয়েছেন অনেক বর্তমান ক্রিকেটাররাও।
তবে, এর বিপরীত মতটাও সরব বেশ ভালোভাবেই। যার অগ্রভাগে থাকবেন ভারতের সাবেক কোচ এবং ক্রিকেটার রবি শাস্ত্রী। ওয়ানডে ক্রিকেট একেবারে বন্ধ করে দেয়ার পক্ষে তিনি নন। তার পরামর্শটা বেশ অভিনব। ফুটবলের মতো করে ক্রিকেটকে চালানো উচিত বলে মনে করেন তিনি। আইসিসি ইভেন্ট ছাড়া সব দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ করে দেয়ার পক্ষে মত তার।
রবি শাস্ত্রী বলেন, ‘ওয়ানডে এখন অনেক বোরিং হয়ে গেছে, এটা বাস্তবতা। তাই বলে, এটা বন্ধ করে দেয়ার পক্ষে আমি নই, কিছু সংস্কার করা উচিত। আইসিসি ইভেন্ট ছাড়া আপাতত দ্বিপাক্ষিক সিরিজগুলো এফটিপি থেকে বাতিল করতে হবে। ফুটবলে যেমন শুধুমাত্র ক্লাবগুলো খেলে, আর ৪ বছর পর বিশ্বকাপ হয়, সেভাবে ক্রিকেটকেও চালাতে হবে। এতে বিশ্বকাপের আমেজ অনেক বেড়ে যাবে, ক্রিকেটটাও টিকে থাকবে।’
ওয়ানডের পাশাপাশি টেস্ট ক্রিকেট নিয়েও নিজের মতামত দিয়েছেন রবি শাস্ত্রী। সাদা পোশাকের ক্রিকেটকে আরো জনপ্রিয় করে তুলতে, দলের সংখ্যা কমানোর পুরানো আলোচনাটাকেই আবারো উসকে দিয়েছেন তিনি। তবে, দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট ভাবনায়, কারা কোন স্তরে থাকবে সেটা ছেড়ে দিয়েছেন দলগুলোর পারফরম্যান্সের ওপর।
বোর্ডের আর্থিক সক্ষমতা যেন সেখানে বাঁধা না হয়ে দাঁড়ায় সেটা ঠিক করার দায়িত্ব নিতে হবে আইসিসিকে।
ভারতের এই সাবেক কোচ এবং ক্রিকেটার বলেন, ‘টেস্টকেও আকর্ষণীয় করতে হবে। ১০-১২টা দলের কোন প্রয়োজন নেই। যারা ভালো খেলবে তারা প্রথম স্তরে থাকবে, বাকিরা অন্যস্তরে। তাহলেই তো কে কোন দেশে গেলো, কে গেল না সেসব প্রশ্ন আর উঠবে না। একটা বাছাই পর্ব থাকুক, সবাইকে সেটা উৎরাতে হবে।’
টেস্ট ম্যাচের উইকেট দেশে ভেদে আলাদা আলাদা হওয়াটা বন্ধ করতে হবে বলে মনে করেন রবি। উপমহাদেশ আর ইংল্যান্ডে একরকম পরিবেশ পাওয়া যাবে না সেটা সবাই জানে। কিন্তু, একটা ন্যূনতম মান থাকা উচিত। এতে করে ৫ দিনের ম্যাচ দুই দিনে শেষ হবে না এবং দর্শক-স্পন্সরদের আগ্রহটাও টিকে থাকবে বলেই মত তার।