নড়াইল প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর শনিবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে নড়াইল চৌরাস্তায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ–সভাপতি তবিবুর রহমান মনু সাবেক পৌরমেয়র জুলফিকার আলী মন্ডল ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা ওসমান হাদির ওপর হামলাকারীদৈর সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়া আসন্নত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন করতে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানান।
