স্বাস্থ্য ডেস্ক :
শুধু বন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট দ্রুত সংক্রামক বিএফ-৭ ঠেকানো যাবে না। আবারও কঠোরভাবে স্বাস্থ্যবিধিতে ফেরার তাগিদ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ডা. সায়েদুর রহমান খসরু।
নিজেদের সুরক্ষায় সবাই চতুর্থ ডোজের টিকা নিতে পারেন বলেও মত দেন তিনি। সম্প্রতি সময় সংবাদকে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
বিশ্বজুড়ে নতুন আতঙ্ক ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ-৭। এরই মধ্যে চীন থেকে আসা একজনের দেহে শনাক্ত হলেও এখনও বাংলাদেশি কারও শরীরে এই ভাইরাসের অস্তিত্ব মেলেনি। বিএফ সেভেনের সবচেয়ে মারাত্মক দিক হলো একজন আক্রান্ত রোগী একসঙ্গে ১৮ থেকে ২০ জনকে সংক্রমিত করতে পারে। তবে তার বিপরীতে স্বস্তির বিষয় এ ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার খুবই কম।
তবে অবহেলা না করে বিএফ সেভেনের বিস্তার ঠেকাতে মাস্ক ব্যবহারে গুরুত্ব দেয়ার তাগিদ দিয়েছেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান খসরু।
তিনি বলেন, শুধু বন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে উচ্চসংক্রমণশীল এ ভাইরাস মোকাবিলা সম্ভব নয়। হতে হবে সবাইকে সচেতন, আবার ফিরতে হবে মাস্কের যুগে।
বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সায়েদুর রহমান আরও বলেন, মাস্ক পরা একমাত্র বিষয় কারণ চীনে কিন্তু প্রতি ১০০ জনে সবার ভ্যাকসিন নেয়া ছিল, তারপরও তাদের দেশে কোটি কোটি মানুষ আক্রান্ত হচ্ছে। অতএব মৃত্যু ও আক্রান্তের হারের বিষয়ে এ ভ্যাকসিনগুলোর সঙ্গে কত মানুষ ভ্যাকসিনিটেড, এটা সঙ্গে তেমন কোনো সম্পর্ক স্থাপন করা যাচ্ছে না। অতএব মূল বিষয়টি হতে হবে, মানুষের শরীরে ভাইরাসটি ঢুকতে না দেয়া। এই সাব ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে পৃথিবীব্যাপী। কিন্তু এ উদ্বেগের পেছেনের সমাধানটা প্রধান হচ্ছে আবার মাস্ক পরার যুগে ফিরে যাওয়া।
এ ভ্যারিয়েন্টে রোধে ভ্যাকসিনের কার্যকারিতার প্রমাণ না মিললেও চতুর্থ ডোজ দেয়া যেতে পারে বলে মনে করেন এ বিশেষজ্ঞ। তিনি আরও বলেন, মাস্ক পরার যুগে থাকার পাশাপাশি ভ্যাকসিনেশন করা হলে, ধারনা করা যায় যে, হয়ত কেউ যখন আক্রান্ত হবেন তখন তিনি হাসপাতালে ভর্তি নাও হতে পারেন বা মৃত্যু না হওয়ার সম্ভবনা কিছুটা কমবে।
করোনার অন্যান্য উপসর্গের মতো জ্বর-কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, পেটে ব্যথা নাক দিয়ে পানিপড়া এবং শারীরিক ক্লান্তি দেখা যাচ্ছে এই রোগীদের ক্ষেত্রেও। অনেক রোগীর বমি ও ডায়রিয়ার সমস্যাও দেখা দিতে পারে বলেও জানান তিনি।