নিউজ ডেস্ক:
সৌদি আরবের মদিনায় শনিবার (৩ জানুয়ারি) এক সড়ক দুর্ঘটনায় কেরালার মাঞ্জেরির চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আব্দুল জলিল (৫২), তার মা মাইমুনাথ কাক্কেঙ্গাল (৭৩), স্ত্রী থাসনা থোডেঙ্গাল (৪০) এবং ১৪ বছর বয়সী ছেলে আদিল জলিল। পরিবারটি মাঞ্জেরির ভেলিলা এলাকা থেকে এসেছিল।
দুর্ঘটনায় জলিলের তিন মেয়ে — আয়েশা, হাদিয়া ও নূরাহ গুরুতর আহত হয়েছেন এবং সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মক্কা থেকে ওমরাহ শেষে জেদ্দায় ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে তাদের গাড়িটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, যা এই মারাত্মক দুর্ঘটনার কারণ হয়। আব্দুল জলিল জেদ্দায় কর্মরত ছিলেন এবং পরিবারটি পর্যটন ভিসায় ওমরাহ পালনের জন্য সৌদি আরব গিয়েছিল।
সূত্র: গালফ নিউজ
