হোম খেলাধুলা ওজন কমিয়ে আইপিএল নিলামে কোটিপতি তিনি

খেলাধূলা ডেস্ক :

ছিলেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের নেট বোলার। একটু ওজন বেশি হওয়ায় এতদিন কারও কাছে গুরুত্ব পাননি। বলা হচ্ছে, ভারতের তরুণ লেগ স্পিনার প্রশান্ত সোলাঙ্কির কথা। ওজন কমিয়েই করলেন বাজিমাত। নিজেদের নেট বোলারকে ১ কোটি ২ লাখ রুপিতে কিনে নিয়েছে ধোনির দল।

করোনাকালে যখন সবকিছু স্থবির হয়ে পড়ে, সে সুযোগে ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বাইয়ের তরুণ এ স্পিনার। যেমন ভাবা, তেমন কাজ। ৮৬ থেকে কমিয়ে ৬৭ কেজি করে ফেলেন। এরপরই অনূর্ধ্ব-২৩ দলে ডাক পান বিজয় হাজারে ট্রফির জন্য। টুর্নামেন্টটিতে দারুণ খেলে নজর কাড়েন মুম্বাইয়ের ক্রিকেট প্রশাসনের। ২২ বছর বয়সী এ ক্রিকেটার সুযোগ পান রঞ্জি ট্রফিতেও।

১২-১৩ ফেব্রুয়ারি যখন আইপিএলের মেগা নিলাম চলছিল। তখন আহমেদাবাদে সতীর্থদের সঙ্গে টিভিতে সরাসরি দেখছিলেন প্রশান্ত। নিলামের পরে এক প্রতিক্রিয়ায় তরুণ এ ক্রিকেটার জানান, নিলামে আমার নাম উঠতেই প্রচন্ড টেনশন হচ্ছিল। প্রার্থনা করছিলাম কেউ যেন আমাকে দলে নেয়। সিএসকে আমার সেই স্বপ্ন পূরণ করল। গেল মৌসুমেও চেন্নাইয়ের টিমে ছিলেন। এবারও যুক্ত হলেন। তবে পার্থক্য হচ্ছে গেলবার ছিলেন নেট বোলার হিসেবে, আর এবার মূল খেলোয়াড় হিসেবে।

যদিও চেন্নাই এত সহজে পায়নি প্রশান্তকে। রাজস্থান রয়্যালসের সঙ্গে বিডে লড়াই করেই তবে নিজেদের একসময়ের নেট বোলারকে দলে টেনে নিয়েছে তারা। তবে কোটি টাকার বেশি পাবেন, এটা ভাবতেই পারছেন না তরুণ এ ক্রিকেটার।

প্রশান্ত বলেন, ‘ছোট থেকেই আমার ওজন বেশি। এটা নিয়ে কখনোই সচেতন ছিলাম না। ফিটনেস উন্নত করার থেকে ভাল পারফরম্যান্সই সব সময় লক্ষ্য থাকত। একটা সময় সবাই আমার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। আমার ওজনই আমাকে ছোট থেকেই কোচরা প্রশান্তের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও ফিটনেস নিয়ে খুশি ছিলেন না।

সে জানায়, লকডাউনের সময় অতিরিক্ত ওজন কমিয়ে ফেলার চেষ্টা শুরু করি। বাড়িতে যা সরঞ্জাম আছে, তা দিয়েই দিনে দু’বেলা ট্রেনিং শুরু করি। ট্রেনিংয়ের পরিমাণ বাড়াই। ডায়েট চার্ট মেনে খাওয়া কমাই। কয়েক মাসের চেষ্টাতে ফল পেয়েছি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের দুইদিন ব্যাপী মেগা নিলাম অবশেষে শেষ হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এ নিলামে শেষ পর্যন্ত দল পেয়েছেন ২০৪ জন ক্রিকেটার। এদের মধ্যে বিদেশি ক্রিকেটার রয়েছেন ৬৭ জন। খেলোয়াড় কিনতে দশ দল খরচ করেছে ৫৫১ কোটি ৭০ লাখ রুপি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন