হোম অন্যান্যসারাদেশ “এ যেন এক সরল ভালোবাসা” কেন্দ্রে অপ্রত্যাশিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি :

আওয়ামী লীগ থেকে সদ্য নির্বাচিত মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন বিজয়ী হয়ে ছুটে যান বিএনপি মেয়র প্রার্থী নূরুল মিল্লাতের কাছে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কুলিয়ারচরে।

দ্বিতীয় ধাপে কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ হাসান সারওয়ার মহসিন বিজয় অর্জনের পর প্রথমেই ছুটে যান তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী নূরুল মিল্লাতের সাথে সৌজন্য সাক্ষাতে ।

গতকাল দুপুরে তিনি বেতিয়ারকান্দি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমের গ্রামের বাড়িতে এই সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে নির্বাচন চলাকালিন সময় ৫ নং ওয়ার্ড সরকারি কলেজ কেন্দ্রে অপ্রত্যাশিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন তিনি।

সে সময় উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ন- আহ্বায়ক এইচ এম হান্নান, উপজেলা যুব দলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন সহ উপজেলা বিএনপি’র নেতা- কর্মীরা।

সে সময় সৈয়দ হাসান সারওয়ার মহসিন বলেন, আমি আমার নির্বাচনী অঙ্গীকারে বলেছি, আমি নির্বাচিত হলে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সকল নেতাকর্মী এবং আমার বিরোধী দল বিএনপি সহ সকলের সমন্বয়ে কুলিয়ারচরকে জনগনের পৌরসভায় রুপান্তর করবো। এরই ধারাবাহিকতায় আমি নির্বাচিত হয়েই প্রথমে ছুটে আসি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমার শ্রদ্ধেয় বড় ভাই নূরুল মিল্লাতের কাছে সৌজন্যে সাক্ষাৎ ও পরামর্শ নিতে। আমি কুলিয়ারচর পৌরসভাকে একটি আদর্শ পৌরসভায় রূপান্তর করতে চাই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন