হোম জাতীয় এ বিজয় জনগণ ও গণতন্ত্রের : প্রধানমন্ত্রী

এ বিজয় জনগণ ও গণতন্ত্রের : প্রধানমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 123 ভিউজ

জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার করে লিখেছেন, আর্থ-সামাজিক অগ্রগতির পথে বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দর্শনার্থী বইতে স্বাক্ষর করার সময় প্রধানমন্ত্রী এ কথা লেখেন। পরে নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করার সময় প্রধানমন্ত্রী আরও লিখেন, এই বিজয় জনগণের বিজয় এবং গণতন্ত্রেরও বিজয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘সোনার বাংলা’ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

তিনি আরও লিখেছেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী হয়েছে।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

জানা গেছে, শনিবার (১৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে শপথগ্রহণ করেন এবারের নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যরা। এবারে মন্ত্রিপরিষদে যুক্ত হয়েছেন ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন