মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুরে পূর্ব শত্রুতা জোরে আব্দুল আজিজ নামে এক প্রান্তিক কৃষকের দুই বিঘা জমির সবজি ক্ষেত কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে কোন এক সময় উপজেলার মুন্সিখানপুর গ্রামের মুন্সিবাড়ি মাঠে এঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল আজিজ উপজেলার মুন্সিখানপুর গ্রামের বাদশা দিদারের ছেলে। পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। রোববার বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন কৃষক আজিজ।
আব্দুল আজিজ বলেন, চল্লিশ হাজার টাকায় দুই বিঘা জমি লীজ নিয়ে পটল ও কাকরোল চাষ করেছি। সর্বপরি ফসল তৈরিতে লক্ষাধিক টাকা খরচা করা হয়েছে। ইতিমধ্যে গাছে ফলন এসেছে। গাছের ডগায় ডগায় ঝুলছে পটল ও কাকরোল। শুক্রবার দিনভর ক্ষেতে কাজ করেছি। শনিবার আর ক্ষেতে যেতে পারিনি। রোববার ভোরে গিয়ে দেখি ক্ষেতের সব গাছ কাটা। এখন ভরা মৌসুম। সপ্তাহে পাঁচ-ছয় হাজার টাকার সবজি বিক্রি করা হতো। যা দিয়ে আমার সংসার চলতো। এখন সবই শেষ। জানতে চাইলে, ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল আজিজ দাবী করে বলেন, ফসলে সব মিলে ৫ থেকে সাড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কারো সাথে আমার শত্রুতা নেই। আমার ক্ষেতে গ্রামের দুই নারী কাজ করে। তাদের একজনকে প্রায়ই বিরক্ত করতো গ্রামের এক যুবক। বিষয়টি জানতে পেরে আমি কয়েকে দিন প্রতিবাদ করেছি। ফলে ক্ষিপ্ত হয়ে ওই যুবকই এ কাজ করতে পারে বলে ধারনা করা হচ্ছে।
উপজেলার খানপুর গ্রামের পল্লী চিকিৎসক আব্দুস সাত্তার বলেন, খবর পেয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ওই ক্ষেতে গিয়েছি। এটি একটি জঘন্য কাজ, মানুষের সাথে শত্রুতা থাকতেই পারে, কিন্তু ফসলের সাথে একি শত্রুতা ! কৃষক আব্দুল আজিজের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তারা দাবী করেন। মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা হীরক সরকার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন দেখে কৃষককে সহযোগিতা করা হবে।