হোম জাতীয় এ্যানেসথেসিয়া,সার্জারী,মেডিসিন ও গাইনী পদে কোনো কনসালটেন্ট ডাক্তার নেই মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা নিয়ে রোগীদের নানা অভিযোগ

এ্যানেসথেসিয়া,সার্জারী,মেডিসিন ও গাইনী পদে কোনো কনসালটেন্ট ডাক্তার নেই মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা নিয়ে রোগীদের নানা অভিযোগ

কর্তৃক
০ মন্তব্য 101 ভিউজ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা নিয়ে রোগী সাধারণের নানান অভিযোগ রয়েছে। স্বাস্থ্যসেবার যথাযথ মান উন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমিটি বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ গ্রহণ করা সত্বেও আজও তেমন উন্নয়ন হয়নি। জানা যায়, উপজেলার ১৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৫ লক্ষাধিক জনগণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় উপজেলা সদরে বর্তমানে রয়েছে ৫০ শয্যা বিশিষ্ট বিশালাকৃতির আধুনিক হাসপাতাল রয়েছে। উপজেলার পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক শহর রাজগঞ্জে এবং পূর্বাঞ্চলের নেহালপুরে দুইটি উপ-স্বাস্থ্যকেন্দ্র। এ ছাড়া প্রত্যেক ইউনিয়নে রয়েছে একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। উপজেলা স্বাস্থ্য প্রশাসকসহ ২৭ জন চিকিৎসকের পদের স্থলে এই স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় বর্তমানে ২২ জন চিকিৎসক কর্মরত আছেন। যা অতীতের সকল সময়ে কর্মরত চিকিৎসকদের তুলনায় সর্বাধিক। তবে কনসালটেন্ট এ্যানেসথেসিয়া,সার্জারি,মেডিসিন ও গাইনী পদের ন্যায় গুরুত্বপূর্ণ পদে কোনো চিকিৎসক না থাকায় জটিল কোনো রোগীর চিকিৎসা ও অপারেশান এখানে নিয়মিত হয় না চিকিৎসাসেবা নিতে আসা রোগী সাধারণের কাছ থেকে এমন অভিযোগ উঠেছে

সম্পর্কিত পোস্ট

মতামত দিন