কলারোয়া প্রতিনিধি:
তালা-কলারোয়ার সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করলেন । বৃহস্পতিবার (১৮জুন) বেলা সাড়ে ১২টার দিকে ওই কলেজ ও হাসপাতালের সভাপতি নবাগত উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার হাতে ১শ’ পিচ ফেস সীলড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুল বারিক, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ইউনুস আলী,পরিচালনা পর্ষদ সদস্য সহকারি অধ্যাপক ডাঃ মোঃ আশিকুর রহমান, শিক্ষক প্রতিনিধি প্রভাষক ডাঃ ফতেমা খাতুন, প্রভাষক ডাঃ মোঃ হাবিবুর রহমান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদীসহ হাসপাতাল সংশ্লিষ্ঠ ব্যক্তিগণ।