হোম অন্যান্যশিক্ষা এসএসসিতে ফয়সাল জিপিএ-5 পেয়েছে,সংকল্প সম্পাদকের অভিনন্দন

এসএসসিতে ফয়সাল জিপিএ-5 পেয়েছে,সংকল্প সম্পাদকের অভিনন্দন

কর্তৃক
০ মন্তব্য 208 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

এসএসসি পরিক্ষায় ফয়সাল আহমেদ পারভেজ গোল্ডেন এ প্লাস পেয়েছে। সে ঢাকা শহরের কেরানীগঞ্জ থানার আমবাগান এলাকায় পরিবারের সাথে বসবাস করে । ফয়সাল জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র । তার পিতার নাম মো: স্বাধীন ও মাতার নাম পারিভীন বেগম । ভবিষ্যতে ফয়সাল চিকিৎসক হতে চান । এবং নিজেকে মানব সেবায় আত্মনিয়গ করতে চায় ।

ফয়সালের পিতা এক জন আমদানি কারক । তিনি ভোমরা স্থলবন্দরের আমদানি কারক প্রতিষ্ঠান মেসার্স পারভেজ ট্রেডার্সের স্বত্বাধিকারী । ফয়সাল এর এই সাফল্যের পিছনে তার মা এর অবদান সবচেয়ে বেশি । সে তার স্কুল শিক্ষক প্রাইভেট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সে সকলের দোয়া প্রার্থী। ফয়সাল এর সাফল্যে সংকল্পের সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী তাকে অভিনন্দন জানিয়েছেন । এবং ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার আশীর্বাদ করেছেন ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন