স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছর অতিক্রম করেছেন সাকিব আল হাসান। এ সময়ে ভূরি ভূরি ব্যক্তিগত অর্জন থাকলেও, দলগতভাবে বড় কোনো শিরোপা জেতা হয়নি টাইগার অলরাউন্ডারের। ক্যারিয়ারের অপরাহ্নে দ্বিতীয় মেয়াদে ওয়ানডের নেতৃত্ব পেয়ে তাই বড় শিরোপার দিকে চোখ ৩৬ বছর বয়সী এ তারকার।
মঙ্গলবার (২২ আগস্ট) বরিশালে জন সচেতনতামূলক এক অনুষ্ঠানে অংশ নিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে নিজের স্বপ্ন বুনার কথা জানান সাকিব।
টাইগার অধিনায়ক বলেন, ‘শুধু বরিশালবাসী না পুরো বাংলাদেশের সবাই আমাদের অনেক সাপোর্ট করে। আশা করি বরিশালবাসীও সাপোর্ট করবে। সামনে যে বিশ্বকাপ আছে, এশিয়া কাপ আছে ওইখানেও তারা সাপোর্ট করবে আশা করি। আপাতত স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ, বাকিটা পরে দেখা যাবে।’
আর সপ্তাহখানেক পরে এশিয়া কাপ। আর ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে গড়াবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। এ দুই বড় আসরে সাকিবের নেতৃত্বে খেলবে বাংলাদেশ দল। ৩৬ বছর বয়সী সাকিবের এটাই শেষ ওয়ানডে বিশ্বকাপ। ক্যারিয়ারের শেষটা তাই বড় অর্জনে রাঙাতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। নজর এড়াতে চান না এশিয়া শ্রেষ্ঠত্বের আসর থেকেও।
আপাতত সাকিব ব্যস্ত সময় পার করছেন মাঠের বাইরে। লঙ্কা প্রিমিয়ার লিগ শেষে দুবাইয়ে এক জুয়েলারি কোম্পানির অফিস উদ্বোধন করে সোমবার (২১ আগস্ট) দেশে ফিরেছেন তিনি। পরের দিনই চলে গেলেন বরিশালে। তবে সেখানে কোনো বিজ্ঞাপনী কাজে অংশগ্রহণের জন্য জাননি তিনি। গিয়েছেন জন সচেতনতামূলক কাজে। বরিশালের আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতাল আয়োজিত বিনামূল্যে ঔষধ বিতরণ এবং রক্তদান কর্মসূচিতে অংশ নেন সাকিব। সেজন্য হেলিকপ্টারে করে গৌরনদী পাইলট হাই স্কুলে অবতরণ করেন তিনি।
জন সচেতনামূলক এমন কাজে অংশ নিতে পেরে আনন্দিত সাকিব। নিজের অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে সাকিব বলেন, ‘এসে খুবই ভালো লাগছে। মানুষের সঙ্গে এত কাছাকছি যাওয়ার সুযোগ খুব একটা হয় না। এখানে এসে একটি মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমার ভালো লাগছে। বরিশালে খুব একটা আসা হয় না। যেহেতু আন্তর্জাতিক কোনো ম্যাচ হয় না এখানে, ঘরোয়া ম্যাচও খেলা হয় না স্বাভাবিকভাবেই আসাটা খুব কম থাকে। আসতে পেরে খুবই ভালো লেগেছে।’
ক্রিকেট আর বিজ্ঞাপনের কাজে ব্যস্ত থাকা সাকিবের মধ্যে সামাজিক দায়বদ্ধতা কাজ করে না বিষয়টি এমনও না। গত মার্চেই নিজের জন্মদিনে সাকিব একটি ক্যান্সার ফাউন্ডেশন নিয়ে যাত্রা শুরু করেছেন। স্বাস্থ্য সচেতনতামূলক কাজের সঙ্গে জড়িয়ে থাকতে পেরে বেশ উৎফুল্ল টাইগার অধিনায়ক।
সাকিব বলেন, ‘আমার নিজের একটা ক্যান্সার ফাউন্ডেশন আছে। এরকম একটা উদ্যোগের সঙ্গে থাকতে পেরে অনেক ভালো লাগছে।বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন।’