খেলাধূলা ডেস্ক :
আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আগামী ২৭ আগস্ট পর্দা উঠছে এশিয়া কাপের। টুর্নামেন্ট উদ্বোধনের পরদিন মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান। ক্রিকেটপ্রেমীদের ভাগ্য ভালো থাকলে এবারের আসরে তিনবার দেখা যেতে পারে ভারত-পাকিস্তান লড়াই।
এশিয়া কাপের ফরম্যাট অনুযায়ী গ্রুপ পর্বে একবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। কেননা দুদলই একই গ্রুপে রয়েছে। গ্রুপ পর্ব শেষে টেবিলের প্রথম দুইয়ে থাকলে সুপার ফোরে ফের একবার পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে তারা। সুপার ফোর শেষে ভারত ও পাকিস্তান যদি আবার টেবিলের প্রথম দুটি স্থানে থাকে, তবে উভয় দলই ফাইনালে যাবে।
এবারের এশিয়া কাপের ফরম্যাট
গ্রুপ লিগ: নিজেদের গ্রুপে তিনটি দল একে অপরের বিরুদ্ধে ১টি করে ম্যাচ খেলবে। অর্থাৎ গ্রুপ পর্বে প্রতিটি দল অপর ২টি দলের বিরুদ্ধে মোট ২টি ম্যাচ খেলবে। এরপর দুটি গ্রুপের প্রথম ২টি করে মোট ৪টি দল পরের রাউন্ডে অর্থাৎ সুপার ফোরে পা রাখবে।
সুপার ফোর: সুপার ফোর রাউন্ডে চারটি দল একে অপরের বিরুদ্ধে ১টি করে ম্যাচ খেলবে। অর্থাৎ প্রতিটি দল অপর তিনটি দলের বিরুদ্ধে একবার করে মাঠে নামবে। সুপার ফোর রাউন্ডের শেষে লিগ টেবিলের প্রথম দুটি দল ফাইনালের যোগ্যতা অর্জন করবে।
ভারত স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রিশভ পন্ত, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং ও আভেশ খান।
পাকিস্তান স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদির।