হোম খেলাধুলা এশিয়া কাপের আগে দুই লঙ্কান ক্রিকেটারের করোনা, শঙ্কায় হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক:

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। দিন পাঁচেক পরেই মাঠে গড়াবে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর। এমন সময় দুঃসংবাদ শ্রীলঙ্কা শিবিরে। করোনা আক্রান্ত হয়েছেন কুশাল পেরেরা ও আভিষ্কা ফার্নান্দো। অন্যদিকে পেশির চোটের কারণে গ্রুপ পর্বের দুই ম্যাচে দলের প্রাণভোমরা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

এবারের এশিয়া কাপ নিয়ে কতই না নাটক হলো। ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতায় আসর মাঠে গড়ানো নিয়েও দেখা দিয়েছিল সংশয়ের। সেসব নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে হাইব্রিড মডেলে ৩০ আগস্ট থেকে ৬ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর। যেখানে পাকিস্তানের সহ-আয়োজক শ্রীলঙ্কা। সহ-আয়োজক হলেও তারাই সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন করবে।

আসর আয়োজনে তাদের সব রকম প্রস্তুতি শেষ হলেও সমস্যা দেখা দিয়েছে দল গঠন নিয়ে। চোটের কারণে ইতোমধ্যে ছিটকে গেছেন পেসার দুশমন্থ চামিরা। সদ্য সমাপ্ত লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) কাঁধের চোটে পড়েন তিনি। এর মধ্যে শুক্রবার (২৫ আগস্ট) নতুন দুঃসংবাদ আসলো হাসারাঙ্গাকে নিয়ে।

লঙ্কান এ অলরাউন্ডারকে গ্রুপ পর্বে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে লঙ্কা দলের ম্যানেজমেন্ট। এর আগে পেশির চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে খেলতে পারেননি হাসারাঙ্গা। বিশ্বকাপের আগে তাই তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চায় না লঙ্কান বোর্ড।

এদিকে এলপিএল চলাকালেই পেরেরা এবং ফার্নান্দোর করোনা সংক্রমণের উপসর্গ দেখা গিয়েছিল। এরপর তারা কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছেন। দুজনই চোট ও ইনজুরির কারণে লম্বা সময় ধরে দলের বাইরে। সে অপেক্ষা যেন আরও বাড়লো। আসর শুরুর দিন পাঁচেক আগে তাই দল গঠন নিয়েও বিপাকে পড়তে হচ্ছে লঙ্কা বোর্ডকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন