হোম অর্থ ও বাণিজ্য এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নতুন ভিসি রুবানা হক

বাণিজ্য ডেস্ক :

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি রুবানা হক এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

এর আগে বিগত পাঁচ বছর নির্মলা রাও চট্টগ্রামে অবস্থিত নারীদের জন্য বিশেষায়িত এই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপার্চায ছিলেন।

রুবানা হক পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে পিএইচডি করেছেন। তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের একজন ট্রাস্টি সদস্য ছিলেন। সবশেষ তিনি বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন