স্পোর্টস ডেস্ক:
মঙ্গলবার শুরু হচ্ছে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। তার একদিন আগে ম্যাচ অফিশিয়ালদের তালিকা ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেই তালিকায় আছেন বাংলাদেশের দুই আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান।
মাসুদুর রহমান আবার এশিয়া কাপের সবচেয়ে হাই প্রোফাইল ভারত-পাকিস্তান ম্যাচের অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে অনফিল্ডে আরেকজন আম্পায়ার হচ্ছেন শ্রীলঙ্কান রুচিরা পাল্লিয়াগুরুগে।
ভারত-পাকিস্তান ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন আফগানিস্তানের আহমদ পাকতিন। চতুর্থ আম্পায়ার থাকবেন আরেক আফগান ইজাতউল্লাহ সাফি। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ডি পাইক্রফট। সংঘাতের পর এবারই প্রথম মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুবাইয়ে ম্যাচটা মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ও অ্যান্ডি পাইক্রফট অফিশিয়ালদের প্যানেলের হেড হিসেবে থাকবেন।
কাল আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে উদ্বোধন হবে এশিয়া কাপের।
এশিয়া কাপের ম্যাচ অফিশিয়াল যারা
ম্যাচ রেফারি: রিচি রিচার্ডসন, অ্যান্ডি পাইক্রফট
আম্পায়ার প্যানেল: বীরেন্দ্র শর্মা (ভারত), রোহান পন্ডিত (ভারত), রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা), রুচিরা পাল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা), আহমদ পাকতিন (আফগানিস্তান), ইজাতউল্লাহ সাফি (আফগানিস্তান), আসিফ ইয়াকুব (পাকিস্তান), ফয়সাল আফ্রিদি (পাকিস্তান), গাজী সোহেল (বাংলাদেশ), মাসুদুর রহমান (বাংলাদেশ)।