হোম খেলাধুলা এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে সৌম্য-শান্ত-সোহান

এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে সৌম্য-শান্ত-সোহান

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগেই অবশ্য এশিয়া কাপের জন্য ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়া নাজমুল হোসেন শান্ত। এছাড়া ফিরেছেন অনেক দিন জাতীয় দলের বাইলে থাকা নুরুল হাসান সোহান ও সৌম্য সরকার।

আগামী ৬ আগস্ট ঢাকায় শুরু হচ্ছে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প। ঘোষিত দলের সদস্যরা শুরুতেই ফিটনেস ক্যাম্পে অংশ নেবেন। ১৪ আগস্ট পর্যন্ত ফিটনেস ক্যাম্পের পর ১৫ তারিখ থেকে স্কিল ক্যাম্প শুরু হবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৮ আগস্ট পর্যন্ত স্কিল ক্যাম্পের পর তা সরে যাবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেখানেই ডাচদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের সূচি এখনও ঘোষণা হয়নি। ১১ থেকে ১৩ আগস্টের মধ্যে কোচিং স্টাফরা দলের সঙ্গে যোগ দেবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে।

প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে পাঁচজন ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিতব্য টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে। তারা ৬ তারিখে ক্যাম্পে যোগ দিয়েই ৭ তারিখে অস্ট্রেলিয়ায় রওয়ানা দেবেন। ওই টুর্নামেন্ট খেলে সিলেটের ক্যাম্পে যোগ দেবেন তারা। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে জায়গা পাওয়া ৫ ক্রিকেটার হচ্ছেন- নুরুল হাসান সোহান, নাঈম শেখ, সাইফ হাসান, হাসান মাহমুদ ও মাহিদুল ইসলাম অঙ্কন।

২৫ জনের স্কোয়াড: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ও সাইফ হাসান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন