হোম খেলাধুলা এলপিএলে প্রথম ম্যাচে জায়গা পেলেন না লিটন

স্পোর্টস ডেস্ক:

গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শেষ করে দেশে ফেরার কয়েকদিনের মাথায়ই আবার লঙ্কা প্রিমিয়ার লিগের জন্য উড়াল দিয়েছেন লিটন দাস। তবে তাড়াহুড়ো করে উড়ে গেলেও প্রথম ম্যাচে দলের একাদশে জায়গা মেলনি তার।

লঙ্কা প্রিমিয়ার লিগে লিটনের ঠিকানা হয়েছে গল টাইটান্সে। একই দলের হয়ে খেলছেন লিটনের জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসান। সাকিব শুরু থেকে সবগুলো ম্যাচের একাদশে থাকলেও লিটন জায়গা পাননি নিজের প্রথম ম্যাচেই।

রোববার (১৩ আগস্ট) টুর্নামেন্টে নিজেদের সপ্তম ম্যাচে জাফনা কিংসের বিপক্ষে মাঠে নেমেছে সাকিব-লিটনদের গল টাইটান্স। ধারণা করা হচ্ছিল, এই ম্যাচ দিয়েই এলপিএল অভিষেক হতে পারে লিটনের। কারণ ম্যাচের একদিন আগে শনিবার (১২ আগস্ট) অনেকটা তাড়াহুড়ো করেই এলপএলের জন্য দেশ ছেড়েছিলেন তিনি। তবে শেষমেশ ডাগআউটে থেকেই প্রথম ম্যাচ কাটাতে হয়েছে তাকে।

মূলত গলের ওপেনিং পজিশনে বেশকিছু ভালো ব্যাটার থাকায় লিটনের জায়গা মেলা বেশ কঠিন। দুই কিউই ওপেনার টিম সাইফার্ট এবং চ্যাড বাওস আছে গলের একাদশে। এছাড়া স্থানীয় ওপেনাররাও আছেন বেশ ফর্মে।

তবে বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে আরব আমিরাতের নিউজিল্যান্ড সিরিজ শুরু হতে যাচ্ছে। এই সিরিজ খেলতে শীঘ্রই গলের ক্যাম্প ছাড়বেন সাইফার্ট এবং বাওস। আর তাতে কপাল খুলে যেতে পারে লিটন দাসের।

চলতি মৌসুমের এলপিএলে গল টাইটান্সের স্কোয়াডে আছেন বাংলাদেশের আরও এক ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। তবে এখন পর্যন্ত একাদশে জায়গা মেলেনি এই উইকেটরক্ষক ব্যাটারের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন