খেলাধূলা ডেস্ক :
লঙ্কান প্রিমিয়ার লিগে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছে আফিফ হোসেনের জাফনা কিংস। কলম্বো স্টার্সকে ৮ উইকেটে হারিয়েছে তারা।
প্রেমাদাসা স্টেডিয়ামে সোমবার (১৯ ডিসেম্বর) কলম্বোর দেয়া ১২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৫.৫ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জাফনা।
দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও আভিস্কা ফার্নান্দো প্রথম থেকেই চড়াও হন কলম্বোর বোলারদের ওপর। মাত্র ১১.৫ ওভারে তারা দলকে এনে দেন ১০৫ রানের অনবদ্য জুটি। গুরবাজ ৪০ বল মোকাবিলায় ৮ চার ও ৪ ছক্কার মারে ৬৯ রানে আউট হলেও অপরাজিত থাকেন আভিস্কা। ৩৮ বল মোকাবিলায় ৩ চারের মারে তার ব্যাট থেকে আসে ৪০ রান। দ্বিতীয় উইকেটে নামা শোয়েব মালিক ৭ বলে ৪ রান করে আউট হন। সাদিরা সামাবিক্রমা ১০ বলে ৯ রান করে অপরাজিত থাকেন।
এদিন ব্যাট হাতে নামার সুযোগ হয়নি টাইগার অলরাউন্ডার আফিফ হোসেনের। এর আগে এলপিএলে নিজের প্রথম ম্যাচে গলে গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩৫ বলে ৫৪ রান করে দলের জয়ে ভূমিকা রেখে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। কলম্বোর হয়ে একটি করে উইকেট নিজেদের পকেটে পুরেন ডমিনিক ড্র্যাকস ও জেফ্রি ভ্যান্দারসে।
এর আগে প্রথমে ব্যাট করে থিসারা পেরারা ও শোয়েব মালিকদের বোলিং তোপে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করতে সক্ষম হয় কলম্বো স্টার্স। দুটি করে উইকেট তুলে নেন থিসারা ও পেরেরা।
এদিকে আগেই কোয়ালিফায়ার রাউন্ড নিশ্চিত করেছে আফিফের জাফনা কিংস। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের দুইয়ে। আগামী বুধবার (২১ ডিসেম্বর) ফাইনাল নিশ্চিতের ম্যাচে তারা মুখোমুখি হবে ক্যান্ডি ফ্যালকন্সের।
