হোম খুলনাসাতক্ষীরা এলএলবি শেষ পর্ব পরীক্ষায় সাতক্ষীরা ‘ল’ কলেজের অভাবনীয় সাফল্য

এলএলবি শেষ পর্ব পরীক্ষায় সাতক্ষীরা ‘ল’ কলেজের অভাবনীয় সাফল্য

কর্তৃক Editor
০ মন্তব্য 59 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর মেয়াদি এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফলাফলে ২য় বিভাগের ক্ষেত্রে খুলনা বিভাগের মধ্যে শীর্ষে উঠে এসেছে সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য। বুধবার (২৩ জুলাই) প্রকাশিত ফলাফলে এ চিত্র উঠে আসে। জানা গেছে, সাতক্ষীরা ল কলেজ থেকে এ বছর ৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৫৯ জন কৃতিত্বের সাথে পাস করেছেন। পাসের হার শতকরা ৯০.৭৭ভাগেরও বেশি। ১৯৮৫ সালে সাতক্ষীরা ল কলেজ প্রতিষ্ঠার পর থেকে এবছরই সাতক্ষীরা ল কলেজ থেকে সর্বাধিক সংখ্যক ছাত্র-ছাত্রী দ্বিতীয় বিভাগ প্রাপ্ত হয়েছে। যা খুলনা বিভাগের মধ্যে শীর্ষে।

এ বিষয়ে সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান বলেন, নানা পত্রিকুলতার মধ্যেও এ বছর সাতক্ষীরা ল কলেজ এলএলবি শেষ পর্বের পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। তিনি আরো বলেন, সাতক্ষীরা ল কলেজের গভর্নিং বডি ও কলেজের শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এজন্য অভাবনীয় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদেরকে আমি ধন্যবাদ জানায় এবং তাদের জন্য দোয়া করি তারা যেন ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে। সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা বলেন, সাতক্ষীরা ল কলেজ প্রতিষ্ঠার পর থেকে এত ভালো ফলাফল কখনো সম্ভব হয়নি। সবই সম্ভব হয়েছে সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান সাতক্ষীরা ল কলেজে প্রিন্সিপাল হিসেবে যোগদান করার পর তার ঐকান্তিক প্রচেষ্টা ও তদারকির কারণে এই অভাবনীয় সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন