হোম খুলনাসাতক্ষীরা এবার ৭ এপ্রিল থেকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে থেকে মধু আহরণ শুরু

এবার ৭ এপ্রিল থেকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে থেকে মধু আহরণ শুরু

কর্তৃক Editor
০ মন্তব্য 19 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

প্রতি বছরের মতো এ বছর পহেলা এপ্রিলে মধু আহরণ করতে সুন্দরবনে যাওয়া হচ্ছে না মৌয়ালদের। পবিত্র ঈদুল-ফিতরের কারণে এ বছর পহেলা এপ্রিল সুন্দরবন বিভাগ থেকে মৌয়ালদের মধু আহরণ করতে বৈধ পাস দেওয়া হচ্ছেনা।

তবে পাশ দেওয়া হবে ৭ এপ্রিল থেকে। ঐদিন সুন্দরবনে আনুষ্ঠানিকভাবে মধু সংগ্রহ উৎসব শুরু হবে।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে এ বছর মধু আহরণ করার জন্য ইতোমধ্যে ৬০টি বিএলসি জমা হয়েছে।

এবছর দেড় হাজার কুইন্টাল মধু ও ৪০০ কুইন্টাল মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে ঈদের কারনে ১ এপ্রিলের পরিবর্তে ৭ এপ্রিল থেকে মধু সংগ্রহের মৌসুম শুরু হবে।

বনবিভাগ সূত্র জানা: গেছে, ২০২২-২০২৩ অর্থ বছরে সুন্দরবন থেকে মৌয়ালরা মধু সংগ্রহ করেছেন এক হাজার ২৩ কুইন্টাল এবং মোম সংগ্রহ করেন ৩০৬.৯০ কুইন্টাল। ২৯০টি পাশের মাধ্যমে দুই হাজার ৪৬ জন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করে উক্ত মধু ও মোম সংগ্রহ করেন।

পরবর্তী ২৩-২৪ অর্থ বছরে ৩৬৪টি পাশের মাধ্যমে দুই হাজার ৪৭০ জন মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহ করতে যায়। তাদের সংগৃহীত মধু এক হাজার ২৩৫ কুইন্টাল এবং মোম ৩৭০.৫০ কুইন্টাল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন