নিজস্ব প্রতিনিধি :
বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ বেতার খুলনায় কন্ঠশিল্পী ইন্দ্রজিত সাধুর কন্ঠে একটি বিশেষ গান রেকর্ড করা হয়েছে । গানটি লিখেছেন অশোক কুমার দে এবং সঙ্গীত পরিচালনা করেছেন খুলনা বেতারের সঙ্গীত প্রযোজক ওস্তাদ আলী আহম্মেদ।
মঙ্গলবার বিকাল ৪ টায় খুলনা বেতার থেকে গানটির প্রচার করা হয়। তালার এই উদিয়মান কন্ঠশিল্পী এর আগে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের গান করে খুলনা বেতার থেকে প্রশাংসা কুড়িয়েছে । এর আগে বাংলাদেশ টেলিভিশন সহ কয়েকটি বেসরকারী টেলিভিশনে গান গেয়ে জেলা ব্যাপী সুনাম অর্জন করেছেন।
