হোম খেলাধুলা এবার ম্যানইউ মালিকদের বিরুদ্ধে রোনালদোর বাক্যবাণ

খেলাধূলা ডেস্ক :

ব্রিটিশ ব্রডকাস্টার পিয়ার্স মরগানকে দেয়া রোনালদোর সাক্ষাৎকার নিয়ে বিতর্ক থামছেই না। ক্লাবের কোচ এরিক টেন হ্যাগ ও ক্লাবটিকে নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর রোনালদোর বাক্যবাণ ধেয়ে এসেছে ক্লাবটির মালিক গ্লেজার পরিবারের দিকে। পর্তুগাল তারকা মনে করেন, মালিকপক্ষ ক্লাবটির উন্নতি ও খেলার প্রতি মনযোগী নয়।

ম্যানচেস্টার ইউনাইটেডে মৌসুমের শুরু থেকে সময়টা ভালো যাচ্ছে না। মাঠে নামার সুযোগ পাচ্ছেন না। মাঠের বাইরেও বিতর্কের জের ধরে পেয়েছেন দুদফা শাস্তি। এরই মধ্যে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন ব্রডকাস্টার পিয়ার্স মরগানকে দেড় ঘণ্টার সাক্ষাৎকার দিয়ে। ‘পিয়ার্স মর্গ্যান আনসেন্সরড: নাইন্টি মিনিট উইথ রোনালদো’ নামে অনুষ্ঠানটি দুটি পর্বে আগামী বুধ ও বৃহস্পতিবার সম্প্রচারিত হবে।

অবশ্য তার আগেই ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি সান -এ রোনালদোর সাক্ষাৎকার নিয়ে লিখেছেন এই ব্রিটিশ ব্রডকাস্টার। সেই সঙ্গে সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশিত হয়েছে সোমবার রাতে। যেখানে তিনি বিষোদাগার করেছেন ক্লাবটির মালিক গ্লেজার পরিবারের। রোনালদো জানান, এভাবে চলতে থাকলে শিগগিরই শীর্ষস্তর থেকে নেমে যাবে ইউনাইটেড।

রোনালদো বলেন, ‘ক্লাবের মালিক গ্লেজার পরিবার, তারা ক্লাব নিয়ে, পেশাদার খেলা নিয়ে ভাবে না।’

এ সময় রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডকে একটা বিপণন সর্বস্ব ক্লাব বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ম্যানচেস্টার একটি মার্কেটিং ক্লাব – তারা মার্কেটিং থেকে অর্থ পায়। আগামী দুই বা তিন বছর ম্যানচেস্টারের (ইউনাইটেড) জন্য খেলাটির শীর্ষে থাকা কঠিন হবে।’

দীর্ঘদিন থেকে ঘরোয়া কিংবা ইউরোপিয়ান ফুটবলে সাফল্যের দেখা পাচ্ছে না ইউনাইটেড। বছরের পর বছর ধরে দলের ব্যর্থতায় অসন্তুষ্ট সমর্থকরা আন্দোলন চালিয়ে আসছে মালিকপক্ষের বিরুদ্ধে।

রোনালদো মনে করেন, ক্লাবের ভেতরে কী চলছে তা জানার অধিকার ক্লাবটির সমর্থকদের আছে। তিনি বলেন, ‘ভক্তরা সবসময়ই সঠিক। তাদের সত্যিটা জানা উচিত। খেলোয়াড়রা ক্লাবের জন্য সেরাটাই চায়। আমি ক্লাবের জন্য সেরাটা চাই। এ কারণেই আমি ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছি, এই কারণে আমি এই ক্লাবটিকে ভালোবাসি।’

রোনালদো আরও জানান, ক্লাবের অভ্যন্তরের নানা ঘটনা ক্লাবটিকে পিছিয়ে দিচ্ছে। তিনি যোগ করেন, ‘ক্লাবের অভ্যন্তরে কিছু বিষয় ঘটছে, যা ম্যানচেস্টারকে সিটি, লিভারপুল এবং এমনকি এখন আর্সেনালের মতো শীর্ষ স্তরে পৌঁছাতে সাহায্য করছে না। বিষয়টা জটিল ও কঠিন, মানা যায় না।’

২০০৫ সাল থেকে ব্রিটেনের অন্যতম ধনী গ্লেজার পরিবারের মালিকানায় আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর আর লিগ শিরোপা জিততে পারেনি রেড ডেভিলরা। ২০১৬-১৭ সালের পর জেতেনি কোন শিরোপাই। গত মৌসুমে ষষ্ঠ হওয়ায় এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সুযোগই পায়নি। তাই খেলছে ইউরোপা লিগ। এই প্রতিযোগিতায়ও শেষ শিরোপাটা ২০১৭ সালে পর্তুগিজ কোচ হোসে মোরিনহোর হাত ধরে আসে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন