হোম খেলাধুলা এবার বার্সার তিন খেলোয়াড়ের দিকে চোখ চেলসির

খেলাধূলা ডেস্ক :

বার্সেলোনা চেলসির বেশ কিছু খেলোয়াড় ছিনিয়ে নিয়েছে। চেলসি যাদের দিকেই নজর দিয়েছে, তাদেরই কিনে নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। রাফিনিয়া, জুলস কুন্দেদের শত চেষ্টার পরেও দলে ভেড়াতে পারেনি লন্ডনের ক্লাবটি। এবার পালা চেলসির। বার্সার তিন খেলোয়াড়কে দলে ভেড়াতে যাচ্ছে তারা।

বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুকে ধারে ইন্টার মিলানের কাছে ছেড়ে দিয়েছে চেলসি। দলের অন্য স্ট্রাইকার তিমো ভের্নারের দিকে হাত বাড়িয়ে রেখেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এমন অবস্থায় নিজেদের স্ট্রাইকার পজিশনে নতুন অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে তারা। সেজন্য বেশ কয়েকজন খেলোয়াড়কে শর্টলিস্টে রেখেছে তারা।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, বার্সেলোনার গ্যাবনিজ স্ট্রাইকার পিয়ের-এমেরিক অবামেয়াংও রয়েছেন সেই শর্টলিস্টে। এরই মধ্যে অবামেয়াংয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছে তারা।

এদিকে বায়ার্ন মিউনিখ থেকে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কিকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ধারের মেয়াদ শেষে ফিরে গেছে লুক ডি ইয়ং, দলের অন্য ডাচ স্ট্রাইকার মেমফিস ডিপায়কে নিয়ে অবশ্য কিছুটা বিপাকে রয়েছে কাতালান ক্লাবটি। তার জন্য বার্সেলোনার চাওয়া ২০ মিলিয়ন ইউরো। এমতাবস্থায় বার্সেলোনা তাকে ক্লাব ছাড়া করতে চাইলেও ডিপায় চাহ্রতে চায়না ক্লাব। এক শর্তেই ক্লাব ছাড়বেন ডাচ স্ট্রাইকার। ভবিষ্যৎ ক্লাব হিসেবে বিশ্বের সেরা ক্লাবগুলোর কোনো একটিতে পাড়ি জমাতে চান তিনি, সেটা সম্ভব না হলে বার্সাতেই থেকে যাবেন।

এমন অবস্থায় গুঞ্জন উঠেছে, ডিপায়কেও চেলসি তাদের নজরে রেখেছে। যদিও তাকে নিয়ে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক কথা বার্তা শুরু করেনি কোন দলই।

এদিকে বেশ কিছুদিন ধরেই গণমাধ্যমে খবর পাওয়া যাচ্ছিল, ডাচ খেলোয়াড় ফ্রেঙ্কি ডি ইয়ংকে দল থেকে বাদ দিতে চায় বার্সেলোনা। আর তাকে দলে নিতে ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহী। ক্লাব দুটোর মধ্যে মোটা অঙ্কের চুক্তি হলেও এই ডাচম্যান বার্সা ছাড়তে নারাজ।

তবে শোনা যাচ্ছে ইংলিশ ক্লাব চেলসি নাকি খোলামেলাভাবেই বার্সার সঙ্গে যোগাযোগ করেছে ডি ইয়ংকে দলে ভেড়ানোর জন্য। গেলো মৌসুমটা বেশ চড়াই-উতড়াইয়ের মধ্যেই কাটিয়েছে ব্লুজরা। নতুন মৌসুমে তাই ভালো দল গোছাতেই ব্যস্ত টমাস টুখেল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন