হোম বিনোদন এবার বলিউডের প্রযোজক রূপে প্রসেনজিৎ!

এবার বলিউডের প্রযোজক রূপে প্রসেনজিৎ!

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

বিনোদন ডেস্ক:
টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে অভিষেক ঘটেছে তার বহুদিন আগেই। প্রতিটি প্রজেক্টেই নতুন করে বারবার নজর কেড়েছেন। সদ্য মুক্তি পাওয়া ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ দারুণ অভিনয় করে সিনেপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন। বলছি, টলিউডের ‌‘বুম্বাদা’ মানে জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা! অভিনেতা এবার আরও একবার বলিউডে নতুন রূপে ধরা দিতে প্রস্তুত। কোন রূপে? প্রযোজক রূপে। এবার হিন্দি ধারাবাহিক প্রযোজনা করতে চলেছেন প্রসেনজিৎ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলা ধারাবাহিক প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন প্রসেনজিৎ। তার সংস্থা এনআইডিয়াজের প্রযোজনার তালিকায় রয়েছে ‘মহানায়ক’, ‘আলোর কোলে’, ‘অমরসঙ্গী’র মতো জনপ্রিয় ধারাবাহিক।

বর্তমানে ছোটপর্দায় চলছে তার প্রযোজিত ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকটি। পাশাপাশি এবার হিন্দি ধারাবাহিকের প্রযোজক হিসাবে দেখা যাবে তাকে। ‘কভি নিম নিম কভি শহদ শহদ’ নামে একটি ধারাবাহিক প্রযোজনা করছেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলা টেলিভিশনের অন্যতম সফল ধারাবাহিক সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে অভিনীত ‘কথা’র হিন্দি রিমেক হতে চলেছে প্রসেনজিৎ প্রযোজিত এই নতুন মেগা। যদিও প্রসেনজিতের সংস্থার তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনও। নতুন ধারাবাহিকটিতে অভিনয় করতে দেখা যাবে ‘কুমকুম ভাগ্য’ খ্যাত আরবার কাজি ও আফিয়া তয়বালিকে।

উল্লেখ্য, বাংলা টেলিভিশনের একাধিক সফল প্রযোজক ইতোপূর্বে বলিউডে হিন্দি ধারাবাহিক প্রযোজনায় নাম লিখিয়েছেন। তাদের মধ্যে রয়েছে লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়, সুশান্ত দাস, স্নেহাশিস চক্রবর্তী প্রমুখ। তারা যথেষ্ট সাফল্যও পেয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন