হোম জাতীয় এবার পেটে শতাধিক ডিম নিয়ে সৈকতে মৃত কচ্ছপ

এবার পেটে শতাধিক ডিম নিয়ে সৈকতে মৃত কচ্ছপ

কর্তৃক Editor
০ মন্তব্য 117 ভিউজ

জাতীয় ডেস্ক:

কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে আবার একটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। কচ্ছপটির পেটে ছিল ৯০ টি ডিম।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এই মা কচ্ছপটি মৃত ভেসে আসে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম।

তিনি জানান, এটি অলিভ রিডলি মা কচ্ছপ। যার পেটে ৯০ টি ডিম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ডিম দিতে আসার সময় জেলেদের জালে আটকা পড়ে কিংবা অন্য কোনো ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। নমুন সংগ্রহ করে এটি মাটিতে পুঁতে দেয়া হয়েছে।

এর আগে তিন দিনে উপকূলে দেখা মিলেছে তিনটি মৃত ডলফিন, একটি মৃত পরপইস ও একটি কচ্ছপ।

এর মধ্যে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উখিয়ার সোনারপাড়া সৈকতে একটি এবং ইনানী সৈকতে একটি মৃত ডলফিন ভেসে আসে। এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) হিমছড়ি সৈকতে মৃত ভেসে আসে আরও একটি ইরাবতী ডলফিন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে আসে একটি মৃত পরপইস। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সৈকতের রেজুনদীর মোহনায় একটি অলিভ রিডলি বা জলপাই রঙের সামুদ্রিক মা কচ্ছপের মৃতদেহ ভেসে এসেছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন