আন্তর্জাতিক ডেস্ক :
এবার নাপিতদের দাড়ি কাটা নিয়ে বিধিনিষেধ দিল তালেবান। হেলমান্দ প্রদেশে দাড়ি শেভ করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দলটি।
এদিকে রাজধানী কাবুলেও এমন নির্দেশনা জারি করা হয়েছে বলে কিছু নাপিত জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
তালেবানের ভাষ্য, দাড়ি কাটা ইসলাম পরিপন্থী একটি কাজ যা শরিয়াহ আইনবিরোধী। কেউ এ কাজ করলে তার জন্য নেমে আসবে কঠোর শাস্তি।
এদিকে হেলমান্দ প্রদেশের সেলুনে সেলুনে ঝোলানো হয়েছে নোটিশ। সেখানে চুল কাটার ক্ষেত্রে নাপিতদের শরিয়াহ আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
কাবুলের একজন নাপিত বিবিসিকে জানান, ‘তালেবান যোদ্ধারা এসে আমাদের দাড়ি কাটা বন্ধ করতে নির্দেশ দিচ্ছেন। তাদের মধ্যে একজন আমাকে বলেছে, তারা আমাদের ধরতে সাদা পোশাকে ইন্সপেক্টর পাঠাবে।’
আরেকজন নাপিত বলেন, তালেবান সরকারের কর্মকর্তার পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে ফোনে বলেন, আমেরিকান স্টাইল বন্ধ এবং কারো দাড়ি শেভ বা ছাঁটাই করতে নিষেধ করা হয়েছে।
গত মাসে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর আস্তে আস্তে ভয়ংকর রূপ ধারণ করতে শুরু করেছে তালেবান। সাধারণ ক্ষমা ঘোষণার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার ডাক দিলেও আতঙ্ক আর মধ্যযুগীয় কায়দায় শাসন পরিচালনা শুরু করেছে কট্টর এ গোষ্ঠীটি।
শনিবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে কথিত বন্দুকযুদ্ধে চার অপহরণকারীকে হত্যা করে তাদের মরদেহ প্রকাশ্যে ঝুলিয়ে রাখে তালেবান। কাবুল নিয়ন্ত্রণে নেয়ার পরপর এই প্রথম এমন কঠোর শাস্তির ঘটনা ঘটল।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত গোষ্ঠীটি ক্ষমতায় থাকার সময় যে কট্টরপন্থা অবলম্বন করেছিল, তা এখনো তারা বহাল রাখবে বলে ধারণা করা হচ্ছে।
ডেপুটি গভর্নর, হেরাতের ডেপুটি গভর্নর শের আহমেদ বলেন, এটা খুবই দুঃখের বিষয় যে আমরা হেরাতে থাকার পরও এখানকার লোকজন অপহরণের শিকার হচ্ছে।
তাই অন্য অপহরণকারীদের কাউকে অপহরণ বা হয়রানি না করতে এই শিক্ষা দেওয়া হয়েছে। চুরি, অপহরণ বা আমাদের লোকজনের বিরুদ্ধে কিছু করলে শাস্তি পেতে হবে।
গত সপ্তাহে বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে জ্যেষ্ঠ তালেবানের এক শীর্ষ নেতা বলেছিলেন, অপরাধ বন্ধে অঙ্গচ্ছেদ ও মৃত্যুদণ্ডের মতো শাস্তি বিধান আবার চালু করবে তারা।
আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও তালেবান জানিয়েছে, ডাকাতি, খুন ও অপহরণের মতো অপরাধ বন্ধ করতে তারা আইনভঙ্গকারীদের দ্রুত ও কঠোর শাস্তি দেওয়া অব্যাহত রাখবে।
এদিকে এক দিনের ব্যবধানে ফের বোমা হামলার শিকার হলো তালেবান। শনিবার নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে তালেবানের গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন হতাহত হন। জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলার সঙ্গে জড়িত বলে ধারণা তালেবানের।