স্পোর্টস ডেস্ক:
চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা রয়েছে এশিয়া কাপ। এবারের মহাদেশীয় এই টুর্নামেন্টের আয়োজক ভারত। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলে আছে। ২৪ জুলাইয়ের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এ সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। সভাটির ভেন্যু ঢাকায় নির্ধারিত হয়েছিল।
তবে কিছুদিন আগে এসিসি সভা বাংলাদেশ থেকে সরিয়ে নিতে আহ্বান জানিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু তাদের আবেদনে সাড়া না দেওয়ার অভিযোগ এসিসির সভাপতি মহসিন নাকভির বিরুদ্ধে। সে কারণে বিসিসিআই এজিএম বয়কটের হুমকি দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুধু ভারতের ক্রিকেট বোর্ড নয়, শ্রীলঙ্কা, ওমান ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও এই বর্জনে যোগ দিয়েছে। এসিসির সভার ভেন্যু নিয়ে এই তিন দেশের ক্রিকেট বোর্ডেরও নাকি আপত্তি আছে। তবে আপত্তি ওঠার পরও এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি সভাটি ঢাকায় আয়োজন করতে বদ্ধপরিকর।
ইন্ডিয়া টুডেকে একটি সূত্র বলেছেন, ‘এসিসি এবং চেয়ারম্যান নাকভিকে নিজেদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিয়েছে বিসিসিআই। ভেন্যু পাল্টানোর বিষয়ে তারা ব্যক্তিগতভাবে অনুরোধও করেছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।’
এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, এজিএমে কোনো সিদ্ধান্ত নিতে হলে সব দলকেই সেখানে মত দিতে হবে। অর্থাৎ এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে ভারত-শ্রীলঙ্কার মতো দেশের প্রতিনিধি থাকতেই হবে। তাই এসব দেশ এই এজিএম বয়কট করলে সভার ভবিষ্যত ও কার্যকারিতা প্রশ্নের মুখে পড়বে। বৈঠকের আর সপ্তাহ খানেকেরও কম সময় বাকি থাকলেও এসিসি এখনো স্থান পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।