হোম অর্থ ও বাণিজ্য এবার টিসিবির পণ্যের মান নিয়ে প্রশ্ন উঠেছে

বাণিজ্য ডেস্ক :

রাজধানীতে স্বল্পমূল্যে বিক্রি হচ্ছে টিসিবি’র পণ্য। দীর্ঘ লাইনের ভোগান্তির মধ্যে এবার পণ্যের মান নিয়ে উঠেছে প্রশ্ন। ক্ষোভ জানিয়ে ভোগান্তি কমানোর পাশাপাশি ভালো মানের পণ্য সরবরাহের দাবি জানিয়েছে সাধারণ মানুষ।

‘কষ্টের টাকা দিয়ে আমরা জিনিস কিনি। এসব হারাম খাব। এসব পচা জিনিস খাব। তাহলে জনগণকে কীসের সাহায্য করেন তিনি।’- টিসিবির দেওয়া পণ্য নিম্নমানের দাবি করে এভাবেই ক্ষোভ ঝাড়ছিলেন আলেয়া বেগম।

রমজান মাসকে সামনে রেখে রাজধানীর ১১৯টি পয়েন্টে দেওয়া হচ্ছ টিসিবি পণ্য। সবখানেই ভিড় করছে সাধারণ খেটে খাওয়া মানুষ।

ঘটা করে টিসিবি পণ্য দেওয়া হলেও পণ্যের মান নিয়ে প্রশ্ন তোলেন ক্রেতারা। তারা বলেন, পরিমাপেও কম দিচ্ছে। তবে কী করব? আমরা তো অসহায় মানুষ, নিতে তো হবেই।

অন্যদিকে চৈত্রের দাবদাহের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ ক্রেতারা বলেন, সকাল ১০টায় এসেছি। এখন দুপুর গড়িয়েছে। প্রায় ৩ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। লাইন আগাচ্ছে না।

তবে বিপণন কর্মীরা বলছেন, কর্মী সংকটের কারণেই দীর্ঘ লাইন হচ্ছে। তবে পণ্যের গুণগত মান নিয়ে খোদ টিসিবিকেই দায়ী করলেন কর্মীরা।

এমন পরিস্থিতিতে ভোগান্তি কমিয়ে ভালো মানের পণ্য বিক্রির দাবি সাধারণ মানুষের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন