হোম অন্যান্যসারাদেশ এবার কলারোয়া হাসপাতালের আরএমওসহ ২ব্যক্তির করোনা পজিটিভ সনাক্ত

এবার কলারোয়া হাসপাতালের আরএমওসহ ২ব্যক্তির করোনা পজিটিভ সনাক্ত

কর্তৃক
০ মন্তব্য 110 ভিউজ

দীপক শেঠ,কলারো প্রতিনিধি:

এবার কলারোয়ায় হাসপাতালের আরএমও এবং একজন ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। করোনা পজিটিভ সনাক্ত হওয়া কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডাক্তার শফিকুল ইসলাম (৩৫) ও অপর ব্যক্তি স্কয়ার ফার্মাসিউটিক্যাল ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ সাইদুর রহমান শাহেদ (৩৫)। বুধবার (২৪জুন) তাদের ওই করোনা পজিটিভ রিপোর্টের তথ্য হাসপাতল সূত্রে জানা যায়। এনিয়ে এ পর্যন্ত উপজেলায় ১৬ জন করোনা পজিটিভ শনাক্ত হলেও চন্দনপুর ইউনিয়নের ৬ জন ইতোমধ্যে করোনামুক্ত হয়েছেন। ফলে এখন পর্যন্ত ১০জন করোনা শনাক্ত ব্যক্তি থাকলো। আক্রান্ত আর.এম.ও ডাক্তার শফিকুল ইসলাম বলেন, ‘গত ২১জুন তিনি নমুনা দিয়েছিলেন। তবে এখনও পর্যন্ত তার কোন উপসর্গ নেই।’ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। তিনি জানান, তাদের বাড়ি লকডাউন ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করে নমুনা সংগ্রহের উদ্যোগ নেয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতেও সম্মুখযোদ্ধা হিসেবে লড়াকু মনোভাব নিয়ে নিরলসভাবে কলারোয়া হাসপাতলের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম-ই রোগীদের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছিলেন। তার গ্রামের বাড়ি উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামে। পরিবারসহ থাকেন কলারোয়া হাসপাতালের আবাসিক কোয়ার্টারে। আর স্কয়ার ঔষধ কোম্পানির রিপ্রেনজেটেটিভ শাহেদ কলারোয়া পৌরসভার তুলশীডাঙ্গা গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করেন। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলায়। উল্লেখ্য, বুধবার (২৪জুন) পর্যন্ত কলারোয়ায় করোনা পজিটিভ শনাক্ত হওয়া ১৬ জন ব্যক্তির মধ্যে ইতোমধ্যে ৬ ব্যক্তি করোনা ভাইরাস মুক্ত হয়েছেন। ফলে ১০জন করোনা শনাক্ত ব্যক্তি থাকলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কলারোয়া উপজেলার পৌরসদরে ৪, দেয়াড়া ইউনিয়নে ৩, জালালাবাদে ১, লাঙ্গলঝাড়ায় ১ (পৌরসভাধীন এলাকায় ভাড়া বাসা থাকতেন) ও কেঁড়াগাছি ইউনিয়নে ১ জনসহ মোট ১০ ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত রয়েছেন। এদের মধ্যে পুলিশের একজন এএসআই সহ পৌরসদরের দুইব্যক্তি সাতক্ষীরায় আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন