আন্তর্জাতিক ডেস্ক :
হিজাব বিতর্ক দক্ষিণ ভারতের কর্নাটক থেকে এবার উত্তরপ্রদেশে পৌঁছে গেছে। সবচেয়ে জনবহুল রাজ্যটির শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করতে বলেছেন একদল যুবক।
কর্নাটকের কয়েকটি সরকারি স্কুল-কলেজে হিজাব নিষিদ্ধ করা হলে তার বিরুদ্ধে বিক্ষোভ করেন মুসলিম ছাত্রীরা। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুই ডজনেরও বেশি যুবকের একটি দল আলীগরের ধর্ম সমাজ কলেজে গিয়ে হিজাব পরায় নিষেধাজ্ঞা চেয়ে একটি স্মারকলিপি ধরিয়ে দেয়।
যুবকদের গায়ে গেরুয়া উত্তরীয় ছিল। তারা কলেজের প্রধান প্রক্টর মুকেশ ভদ্বরাজকে বলেন, শ্রেণিকক্ষে ধর্মীয় লেবাস পরার অনুমোদন দেওয়া উচিত হবে না। তবে কলেজের বাইরে পরতে পারবে।
মুকেশ ভদ্বরাজ সাংবাদিকদের বলেন, বছর দুয়েক আগেও একই বিতর্ক তোলা হয়েছিল। আমরা কোনো ধর্মীয় লেবাস পরার অনুমোদন দিই না। সবার জন্য ইউনিফর্ম রয়েছে।
তিনি আরও বলেন, মেয়েরা বোরকা পরে আসলেও তারা কমনরুমে গিয়ে তা বদলে ইউনিফর্ম পরে আসে। অর্থাৎ তারা ইউনিফর্ম পরেই ক্লাসে অংশ নেয়।
মুসলমানরা বলছেন, হিজাবের ওপর এই নিষেধাজ্ঞা তাদেরকে নিঃশেষ করার আরেকটি উপায়। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের মোট জনসংখ্যা ১৩৫ কোটির কাছাকাছি, এর ১৩ শতাংশ মুসলিম।
ভারতের উত্তর প্রদেশে যত লোক বাস করে, তা ব্রাজিলের মোট জনসংখ্যার কাছাকাছি। ভারতের রাজনীতিতে খুবই প্রভাবশালী এ রাজ্যটির মুখ্যমন্ত্রী হিন্দু সন্ন্যাসী যোগী আদিত্যনাথ। তিনি নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি থেকে এসেছেন।
উত্তর প্রদেশে এখন কয়েক ধাপে বিধানসভা নির্বাচন চলছে, রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে রাজ্যটিতে প্রায়ই হিন্দু-মুসলিম বিরোধকে কাজে লাগানো হয়।