স্পোর্টস ডেস্ক:
এফ এ কাপের চতুর্থ রাউন্ডে রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার। দুর্দান্ত যাত্রা ধরে রেখে স্পারদের হারানোর লক্ষ্য গার্দিওলার। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে শুক্রবার (২৬ জানুয়ারি) খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
আরেক ম্যাচে মুখোমুখি হবে চেলসি ও অ্যাস্টন ভিলা। স্ট্যামফোর্ড ব্রিজে এ ম্যাচটি মাঠে গড়াবে রাত পৌনে দু’টায়।
মৌসুমের শুরুর ধাক্কা সামলে অপ্রতিরোধ্য এখন ম্যানচেস্টার সিটি। ডিসেম্বরে অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ নয় ম্যাচে অজেয় সিটিজেনরা। গেল মৌসুমের ট্রেবল জয়ের ধারাবাহিকতা এ মৌসুমেও ধরে রাখতে চায় তারা। এফ এ কাপ গুরুত্বের সঙ্গেই দেখছেন গার্দিওলা। প্রতিপক্ষ টটেনহ্যামের মাঠে অবশ্য সুখকর স্মৃতি তেমন নেই গার্দিওলার দলের। তাই সতর্ক কোচ।
ইপিএলেও এবার শুরুটা ভালো যায়নি তাদের। তবে, ভেঙে পড়েনি সিটি। নিজের চমতকার কৌশলে দলকে শিরোপার দৌড়ে ফিরিয়েছেন গার্দিওলা। ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্ট পিছিয়ে ম্যানচেস্টার সিটি। অলরেডদের ধরে ফেলতে আপ্রাণ চেষ্টা গার্দিওলার। সে সঙ্গে এফএ কাপেও চোখ রাখছে সিটি।
টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে গোলরক্ষক এডারসন। তার পরিবর্তে গোলপোস্টের দায়িত্ব সামলাবেন ওরতেগা। এছাড়াও আক্রমণে হলান্ড, রক্ষণে জন স্টোনস ও ম্যানুয়েল অ্যাকেনজিকে পাবে না সিটি।
প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পারের সুসময় হারিয়েছে অনেকদিন ধরেই। শেষ কবে কোন আসরের ট্রফি উঁচিয়ে ধরেছে স্পার তা হয়তো ভুলে গেছেন সমর্থকরাও। ইপিএলে এবার ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে তারা। লিগ শিরোপার আশা নেই। অন্য আসরেও জায়গা হারিয়েছে তারা। এফএ কাপ যক্ষের ধন টটেনহ্যামের কাছে। সিটিকে হারাতে দৃঢ়প্রতিজ্ঞ পোস্তেকগলুর ছাত্ররা।
এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৬৯টি ম্যাচ খেলেছে টটেনহ্যাম ও ম্যানচেস্টার সিটি। এরমধ্যে ৬৬টি ম্যাচ জিতেছে সিটি। ৩৭টি ম্যাচ হয়েছে ড্র।
চতুর্থ রাউন্ডের আরেক ম্যাচে অ্যাস্টনভিলাকে আতিথ্য দেবে চেলসি। শেষ ম্যাচে লিগ কাপে মিডলবোরোর বিপক্ষে ৬-১ গোলের বড় জয় আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ব্লু শিবির। অ্যাস্টনভিলা অবশ্য লিগে গোলশূন্য ড্র করেছে এভারটনের বিপক্ষে। লিগে চারে আছে তারা। সে তুলনায় নয় নম্বরে চেলসি। অ্যাস্টনভিলার এ মৌসুমে দাপুটে ফর্ম হুমকি হলেও ভয় পাচ্ছে না চেলসি। জয়ই লক্ষ্য তাদের।