হোম খেলাধুলা এনামুল ইন, মুমিনুল আউট

খেলাধূলা ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (২৪ জুন) ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। এ ম্যাচে টাইগারদের একাদশে নেই মুমিনুল হক ও মুস্তাফিজুর রহমান। তাদের বদলি হিসেবে এনামুল হক বিজয় ও শরিফুল ইসলাম দলে জায়গা পেয়েছেন।

টানা ব্যর্থতার পর দল থেকে বাদ পড়েছেন মুমিনুল, সেটা হয়তো কারোরই বুঝতে অসুবিধা হবে না। সাবেক এ ক্যাপ্টেনের সবশেষ ১০টা ইনিংস হলো- ৩৭, ০, ২, ৬, ৫, ২, ৯, ০, ০, ৪। টেস্ট স্পেশালিস্টের তকমা পাওয়া একজন ব্যাটার এমন পারফরম্যান্স করলে তার বাদ পড়া তো অনেকটা অনুমেয়ই।

অন্যদিকে দলে ফেরা এনামুল ঢাকা ডিভিশন প্রিমিয়ার ক্রিকেট লিগে ছিলেন বিধ্বংসী। এবারের আসরে তিনি হন সর্বোচ্চ রানের মালিক। ১৫ ম্যাচে ৮১.২৮ গড়ে করেন ১১৩৮ রান। এরপরই এনামুলের জাতীয় দলে ফেরা নিয়ে জোর আলোচনা শুরু হয়। অবশেষে দলে ফিরলেনও তিনি। জাতীয় দলের হয়ে টেস্টে তিনি সবশেষ খেলেছিলেন ২০১৪ সালে। প্রায় ৮ বছর পর টেস্টে ফিরলেন তিনি।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ

ক্রেগ ব্রাথওয়েট, জন ক্যাম্পবেল, রেইমন রেইফার, এনক্রুমা বোনার, জারমেইন ব্লাকউড, কাইল মায়ার্স, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কেমার রোচ, জেইদেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন