স্পোর্টস ডেস্ক:
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চট্টগ্রাম ডিভিশনের বিপক্ষে সেঞ্চুরি করেছেন খুলনা ডিভিশনের এনামুল হক বিজয়। বিপরীতে চট্টগ্রামের নাঈম হাসান পেয়েছেন ৫ উইকেটের দেখা।
শুক্রবার (২০ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১১ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিলেন এনামুল। দিনশেষে সেঞ্চুরি তুলে নেন তিনি। ১৬৬ বলে ১১০ রান করে ইয়াসিন আরাফাতের বলে আউট হন তিনি। তার সতীর্থদের মধ্যে জিয়াউর রহমান ৮৪ ও নুরুল হাসান সোহান ২৮ রান করেন। ২৪২ রানের জবাবে খুলনা সব কটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে করে ২৮৫ রান।
চট্টগ্রামের হয়ে ১০৬ রানের বিনিময়ে ৫ উইকেটের দেখা পান নাঈম। বাকিদের মধ্যে ৫৫ রানে হাসান মুরাদ ২ উইকেট নেন। একটি করে উইকেট পান ফাহাদ হোসেন, ইয়াসিন ও এনামুল হক আশিক।
এরপর ৩ উইকেটে ৩৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে চট্টগ্রাম। খুলনার চেয়ে এখনও ৫ রানে পিছিয়ে তারা। সৈকত আলি ও ইরফান শুক্কুর দুজনই অপরাজিত আছেন ১৬ রান করে।
প্রথম ইনিংসে সব কটি উইকেটের বিনিময়ে ২৪২ রান করেছিল চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন শামিম হোসেন। ইয়াসিন ৪৭, মুমিনুল হক ৪৬ ও নাঈম হাসান করেন ৩২ রান।