হোম অন্যান্য এনসিপি নেতাকর্মীদের উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনী : আসিফ মাহমুদ

এনসিপি নেতাকর্মীদের উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনী : আসিফ মাহমুদ

কর্তৃক Editor
০ মন্তব্য 46 ভিউজ

নিউজ ডেস্ক:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৬ জুলাই) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘এনসিপির নেতাকর্মীদের উদ্ধার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ন্যাক্কারজনক সন্ত্রাসের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে সমাবেশ ও পদযাত্রা আয়োজন করে এনসিপি। কর্মসূচির নামকরণ করা হয় ‘মার্চ টু গোপালগঞ্জ’। তবে দিনভর এই কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জ শহরে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটে।

সকালে শহরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িবহরেও হামলা চালানো হয়। গোপালগঞ্জ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত।

দুপুর ১টা ৩৫ মিনিটে গোপালগঞ্জ পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশে হামলা চালানো হয়। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা সমাবেশ মঞ্চে ভাঙচুর চালিয়ে সাউন্ড সিস্টেম ও চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত করে এবং নেতাকর্মীদের ওপর হামলা করে। পরিস্থিতির অবনতি হলে পুলিশি সহায়তায় এনসিপির নেতারা মঞ্চ ত্যাগ করেন।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত শহরে থেমে থেমে সংঘর্ষ চলছিল। বিভিন্ন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন