হোম জাতীয় ‘এতো মানুষ সমাবেশে এলো, অথচ আমি দেখতে পারলাম না’

জাতীয় ডেস্ক :

সমাবেশে আসলে মানুষের দোষ-গুণ বোঝা যায়। মানুষের চিন্তা-চেতনা ও আচরণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই জন্য সমাবেশে এসেছি বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আসা এক দৃষ্টি প্রতিবন্ধী যুবক। তিনি বলেন, এই যে দেখেন, এতো এতো মানুষ সমাবেশে এলো, অথচ আমি দেখতে পারছি না। এই কষ্টটা বলে বোঝানো যাবে না।

শুক্রবার (১১ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানের যুবলীগের মহাসমাবেশে অংশ নিতে আসেন ওই দৃষ্টি প্রতিবদ্ধী। সেখানে সময় সংবাদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আব্দুল করিম (৪২) নামে ওই যুবক।

যুবলীগের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। বিকেল পৌনে ৩টায় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশের কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

এক প্রশ্নের জবাবে দৃষ্টি প্রতিবন্ধী বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে তেমন কোনো কার্যক্রম হয় না। আমরা দেখি না বলে, কেউ আমাদের দেখে না। আমাদের কথা কেউ ভাবে না। তবে যতটুকু কাজ হয়েছে, এই সরকারের আমলে হয়েছে। তাই আমি তাদের সমর্থনে সমাবেশে অংশগ্রহণ করেছি।

তিনি বলেন, যে সরকার জনগণের জন্য কাজ করে আমি চাই সেই সরকার দেশ পরিচালনা করুক।

এ সময় তার কষ্টের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এইযে দেখেন, এতো এতো মানুষ সমাবেশে আসছে, অথচ আমি দেখতে পারছি না। এই কষ্টটা বলে বোঝানো যাবে না।

এদিকে সকাল থেকে যুবলীগের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। জুমার নামাজের পর তাদের ঢল নেমেছে। আশপাশের এলাকায় অবস্থান করা নেতাকর্মীরা মিছিল নিয়ে এসেছেন মহাসমাবেশে।

উদ্যানের আশপাশে চেকপোস্ট বসিয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রতিটি প্রবেশপথে প্রত্যেককে তল্লাশি করে ঢুকতে দেয়া হচ্ছে সমাবেশস্থলে। বর্তশানে সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন