খেলাধূলা ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা নেই বাংলাদেশ ক্রিকেট দলের। তবে জুলাইয়েই মাঠে গড়াবে আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। সে সিরিজ সামনে রেখে সাদা বলে অনুশীলন শুরু করেছে টাইগাররা।
ঈদের আগে তিন দিনের ক্যাম্পে বুধবার (২১ জুন) প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দিনের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেখানে নানান কথার ফাঁকেই উঠে এসেছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ প্রসঙ্গও।
ভারতের মাটিতে হতে যাওয়া বিশ্বকাপে টাইগারদের প্রস্তুতি নিয়ে মিরাজ বলেন, ‘আলহামদুল্লিলাহ। আমরা বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগে থেকেই নিচ্ছি। এখন থেকে শুরু করব এমন না। আমাদের প্রস্তুতি সেই অনেক আগে থেকেই শুরু হয়েছে। সেভাবেই আমরা পরিকল্পনা করছি ও খেলছি। তার ভেতর হয়তো টেস্ট ম্যাচ ছিল। শেষ করলাম। সামনে কোনো টেস্ট ম্যাচ নাই, এখন ওয়ানডে নিয়ে চিন্তা ভাবনা। বিশ্বকাপও বেশি দেরি নাই। ওভার অল যেভাবে প্র্যাকটিস করছি, ভালো প্র্যাকটিস করছি।’
গত বিশ্বকাপের পর থেকে মোটামুটি একই দল নিয়ে খেলে যাচ্ছে টাইগাররা। দলের ব্যাটিং-বোলিং ইউনিটে এখন দারুণ ভারসাম্য। মিরাজের দৃষ্টিতেও এটাই বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দল।
মিরাজের ভাষ্যে, ‘আপনি দেখেন যে, অনেক কিছু যে পরিবর্তন করতে হবে সেই রকম না। সবাই কিন্তু সবার রোলটা জানে। ছোট ছোট জায়গায় উন্নতি করতে হবে। এটা নিয়েই মূলত কোচ প্লেয়ারদের সঙ্গে কাজ করছে এবং দেখেন যে, টিমের ভেতর বেশ অভিজ্ঞ খেলোয়াড়রা আছে। অনেক বিশ্বকাপ খেলা প্লেয়ার আছে। আমার কাছে মনে হয়, এটাই বাংলাদেশের সবচেয়ে বেশি অভিজ্ঞ দল। অনেক বছর ধরে ন্যাশন্যাল টিমে খেলছে, আমরা যারা আছি, তারাও অনেক বছর ধরে খেলছি।’
২০১৯ বিশ্বকাপে স্কোয়াডে ছিলেন মিরাজ। সময়ের সঙ্গে এখন অনেক পরিণত তিনি। দলের সিনয়রদের সকলেরই আছে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। ভারতের মাটিতে হওয়ার এবারের আসরে অধিকাংশ ম্যাচেই রানবন্যা হতে পারে। সেটি মাথায় রেখেই তাই নিজেদের প্রস্তুত করছেন মিরাজরা।
তিনি বলেন, ‘ওয়ার্ল্ড কাপে আমরা জানি ওইখানে কীভাবে খেলা হয়। কী টেম্পারমেন্টে খেলা হয়। সে জিনিসগুলো নিয়ে আমরা চেষ্টা করছি। বিশেষ করে আয়ারল্যান্ড সিরিজটা দেখেন, ৩০০ প্লাস রানের খেলা হয়েছে। বিশ্বকাপ কিন্তু ম্যাক্সিম্যাম ম্যাচই এই রকম হবে। তিনশ-সাড়ে তিনশ প্লাস রান হবে। আমরা এই জিনিসগুলো কিভাবে অ্যাডাপ্ট করতে পারি একটা ম্যাচ না, কীভাবে কন্টিনিউ করতে পারি সব সময় আলোচনা, প্র্যাকটিস সেটাপ আলোচনা করছি।’
