জাতীয় ডেস্ক:
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামিদের সামনে দুটি পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
বুধবার (১ নভেম্বর) রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
ডিবিপ্রধান বলেন, এজাহারভুক্ত আসামিদের হয় আদালতে হাজির হতে হবে, নয়তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করবে। এটা আমাদের রুটিনকাজ। যাদের বিরুদ্ধে মামলা থাকবে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।
তিনি বলেন, আমরা পুলিশ সদস্যরা জনগণের সেবা দিই। আর সেই পুলিশ সদস্যকে তারা কুপিয়ে হত্যা করেছে। প্রায় একশর মতো পুলিশ সদস্য মৃত্যুর সঙ্গে লড়ছেন। যারা আমাদের পুলিশের গায়ে হাত দিয়েছে, পুলিশের স্থাপনা ভাঙচুর করেছে এবং যারা মামলার আসামি তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ইতোমধ্যে মির্জা আব্বাসকে শাহজাহানপুর থানার একটি মামলায় আর আলালকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ডিবিপ্রধান বলেন, বিএনপির মহাসমাবেশ ঘিরে ২৮ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টাকে ওই দিন সন্ধ্যায় দলীয় কার্যালয়ে হাজির করা হয়। এ ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে ১০ দিনের রিমান্ডে চাওয়া হবে।