স্পোর্টস ডেস্ক:
প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ইউরোপের বড় বড় ক্লাবগুলো একে অপরের সঙ্গে খেলছে। কিছুদিন আগেই রিয়াল-ম্যানইউ, বায়ার্ন মিউনিখ-ম্যানসিটি একে অপরের সঙ্গে খেলেছে। মঙ্গলবার (১ আগস্ট) মাঠে নেমেছিল ইতালি ও ফ্রান্সের দুই জায়ান্ট ক্লাব ইন্টার মিলান ও পিএসজি। সেই ম্যাচে নাটকীয় জয় পেয়েছে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ রানার্স আপ দল ইন্টার।
তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সংমিশ্রণে দুই দল মাঠে নেমেছিল। পিএসজি ও ইন্টার, দুই দলেই ছিল নতুন সাইন করা ফুটবলাররা। দুই দলই মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের ঝালিয়ে নিচ্ছে।
বর্তমানে প্রাক-মৌসুম খেলতে জাপান আছে পিএসজি এবং ইন্টার মিলান। মঙ্গলবার জাপান আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইউরোপের দুই জায়ান্ট ক্লাব। প্রথম হাফে গোলশূন্য থাকার পর দ্বিতীয় হাফে প্রথম গোল করে ম্যাচে এগিয়ে যায় পিএসজি।
ম্যাচের ৬৩ মিনিটে পিএসজির হয়ে গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা। একপেশে ম্যাচ দেখে মনে হচ্ছিল এই এক গোলের ব্যবধানেই জয় পাবে ফরাসি ক্লাবটি। তবে তিন মিনিটে দুই গোল করে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেয় ইন্টার মিলান।
ম্যাচের ৮১ মিনিটে সেবাস্তিয়ানো এস্পোসিতো প্রথমে গোল করে ইন্টারকে সমতায় ফেরান। আর দুই মিনিট পর স্টেফানো সেনসির গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ রানার্স আপরা। শেষ পর্যন্ত এই ২-১ গোলের ব্যবধানেই জয় পায় ইন্টার।
ম্যাচ হারলেও আধিপত্য ছিল পিএসজির। ম্যাচে ৬৭ শতাংশ বল ছিল পিএসজির পায়ে। তারা প্রতিপক্ষের গোলমুখে শট নিয়েছে ১২টি।