হোম এক্সক্লুসিভ এখনো করোনামুক্ত রোহিঙ্গা শরনার্থীরা

এখনো করোনামুক্ত রোহিঙ্গা শরনার্থীরা

কর্তৃক
০ মন্তব্য 113 ভিউজ

 অনলাইন ডেস্ক :

মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীরা এখনো করোনামুক্ত বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । সোমবার আরব নিউজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি বলা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে অনেক ঘনবসতি হলেও সেখানে এখনো কাউকে কোয়ারেন্টাইনে নিতে হয়নি। তবে করোনার কথা মাথায় রেখে কয়েক সপ্তাহ ধরে জরুরিভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশের বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্যাটালিন বেরকারু বলেন, বিশ্ব জুড়েই করোনা ভাইরাসের প্রস্তুতির ঘাটতি রয়েছে।তবে বেরকারু জানিয়েছেন, কক্সবাজারে কমপক্ষে ১০০টি সহযোগি সংস্থার সমন্বয়ে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) মুখপাত্র লুইস ডোনোভান বলেন, ক্যাম্পগুলোতে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে কোয়ারেন্টাইন অথবা আইসোলেশনে নেয়ার জন্য স্বাস্থ্য কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া বিভিন্ন দাতব্য সংস্থা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন চালাচ্ছে বলে জানিয়েছে আরব নিউজ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন