ঝিনাইদহ অফিসঃ
ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থিত হোটেল রেডিয়েশন থেকে ইন্দ্রজিত নামে এক যুবকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার। হোটেল সূত্রে জানা গেছে ইন্দ্রজিত ২৭ সেপ্টম্বর এই কক্ষ ভাড়া নেয়।গতরাত আনুমানিক ১১টার সময় হোটেল বয় রাউন্ড দেওয়ার সময় ৪০১৪ নং কক্ষের দরজা ধাক্কা দিয়ে কোন সাড়াশব্দ না পেয়ে সদর থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা বন্ধ দেখে,জানালার ফাঁক দিয়ে লাঠি ব্যবহার করে কৌশলে দরজা খোলে।ভিতরে প্রবেশের পর পুলিশ জানালায় গামছা পেচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইন্দ্রজিতের মরাদেহ উদ্ধার করে।মৃতঃ ইন্দ্রজিতের বয়স আনুমানিক।ইন্দ্রজিত কুষ্টিয়া জেলার মিরপুর থানার বেলগাছি গ্রামের শ্রী সুসেন কুমারের ছেলে।মৃতদেহটি উদ্ধারের সময় হোটেল কক্ষের টেবিলের উপর রাখা তার ডায়রিতে লেখা একটি চিরকুট পাওয়া যায়, তবে চিরকুটে কি লেখা অাছে তা তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে অাত্নহত্যা বলে মনে করছে।