হোম অর্থ ও বাণিজ্য এক মাসের ব্যবধানে রিজার্ভ বাড়ল ২ বিলিয়ন ডলার

বাণিজ্য ডেস্ক:

এক মাসের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ২ বিলিয়ন ডলারেরও বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন আর্থিক সহযোগী সংস্থার ঋণ ও রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশ‌মিক ৪৫ বিলিয়ন ডলারে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আইএমএফের শর্তানুযায়ী বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ ২১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। গত মাসে যা ছিল ১৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার। সেই হিসেবে এক মাসে রিজার্ভ বেড়েছে ২ দশমিক ০৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির পাশাপাশি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন দাতা সংস্থার দেয়া অর্থ এ মাসে দেশে এসেছে। এছাড়া চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ ভালো থাকায় বেড়েছে রিজার্ভ।

এর আগে গত ১৫ ডিসেম্বর আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে অনুমোদিত ৬৮ কোটি ৯৮ লাখ ডলার ও এডিরির ঋণের ৪০ কোটি ডলার রিজার্ভের সঙ্গে যুক্ত হয়েছে। সব মিলিয়ে এই অর্থের পরিমাণ ১০৮. ৯৮ কোটি ডলার।

এছাড়াও বিশ্বব্যাংকসহ অন্যান্য ঋণের আরও অর্থ যুক্ত হওয়ার কথা রয়েছে। আর্থিক সংকটের সময়ে এটা দেশের জন্য স্বস্তির খবর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন