হোম ফিচার এক মঞ্চে অনিল কাপুরসহ বলিউড তারকাদের সঙ্গে আরিফিন শুভ

বিনোদন ডেস্ক:

বলিউড সিনেমা ‘থ্যাক ইউ ফর কামিং’এর উদ্বোধনী প্রদর্শনী হয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেই আয়োজনে এক মঞ্চে অনিল কাপুরসহ বলিউড তারকাদের সঙ্গে আরিফিন শুভকে দেখা গেছে।

হয়ে গেল ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে বিখ্যাত সব তারাদের মেলা বসে। সেখানে দেখা যায়, অনিল কাপুর, শেহনাজ গিল, ভূমি পেডনেকারের মত বলিউড তারকাদের। তাদের সঙ্গে একত্রিত হয়েছিলেন ঢাকাই সিনেমার স্টার আরিফিন শুভ। এই দৃশ্য শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে।

‘থ্যাক ইউ ফর কামিং’সিনেমাটির কলাকুশলীদের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছিল বিভিন্ন দেশের তারকাদের। সেখানে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন আরিফিন শুভ।

উৎসবে অংশ নিয়ে আরিফিন শুভ বললেন, উৎসব কর্তৃপক্ষ আমাকে এই আয়োজনে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমার ভাল লাগছে।’

‘থ্যাক ইউ ফর কামিং’ মুক্তি পাবে চলতি বছরের ৬ অক্টোবর। সিনেমাটিতে অভিনয় করেছেন ভূমি পেডনেকার, শেহনাজ গিল, ডলি সিং, কুশা কপিলা এবং শিবানী বেদী। রিয়া কাপুর এবং একতা কাপুর প্রযোজিত সিনেমাটিতে অতিথি চরিত্রে রয়েছেন অনিল কাপুর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন