স্পোর্টস ডেস্ক:
এক বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগে নিষিদ্ধ হলেন আফগানিস্তানের স্পিনার নুর আহমেদ। শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে চুক্তি ভঙ্গ করায় তাকে এমন শাস্তি দিয়েছে আইএলটি-২০ কর্তৃপক্ষ।
গত বছর শুরু হওয়া আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগে নুর আহমেদকে দলে ভেড়ায় শারজাহ ওয়ারিয়র্স। চুক্তি অনুযায়ী দ্বিতীয় মৌসুমেও দলটির হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু ওয়ারিয়র্সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দক্ষিণ আফ্রিকার লিগ এসএ-২০’র দল ডার্বান সুপার জায়ান্টসের হয়ে খেলতে চলে যান নুর।
যা নিয়ে আইএলটি-২০ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় ওয়ারিয়র্স। দু’পক্ষের বৈঠকের পর নুরকে ১২ মাসের জন্য লিগ থেকে নিষিদ্ধ করে আইএলটি-২০ কর্তৃপক্ষ।
যদিও লিগ কমিটি শুরুতে ২০ মাসের শাস্তি নির্ধারণ করেছিল। কিন্তু চুক্তিতে যে দ্বিতীয় মৌসুমেও খেলার কথা ছিল সেটা নুরকে নাকি উল্লেখ করেনি তার প্রতিনিধি। যা বিবেচনায় এনে শাস্তি ৮ মাস কমিয়ে দেয়া হয়েছে।
২০২৩ সালে ওয়ারিয়র্সের হয়ে আইএলটি-২০’তে মোট ৭ ম্যাচ খেলেছিলেন নুর। যেখানে ৭.০৪ ইকোনমি রেটে তার শিকার ৪ উইকেট।
এ নিয়ে দুই মাসের ব্যবধানে ওয়ারিয়র্সের দুই খেলোয়াড় নিষিদ্ধ হলো। এর আগে গত ডিসেম্বরে একই অপরাধে আফগান পেসার নাভিন-উল-হককে ২০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। তাতে ২০২৪ সালের পর ২০২৫ মৌসুমেও লিগটিতে খেলা হবে না তার।